বিনোদন ডেস্ক : চোখের সমস্যার কারণে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে জনপ্রিয় খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে। আজ সোমবার সকালে তার ডান চোখে অপারেশন হয়েছে বলে জানান দাপুটে এই অভিনেতা।
ডিবজল বলেন, ‘আজ সকালে ডান চোখে অপারেশন করে লেন্স পড়ানো হয়েছে। সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এখন আমি বাসায় আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’ তিনি জানান, গত ঈদের আগে তার বাম চোখেও লেন্স পরানো হয়।