মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১, ০২:৪১:৩০

আজ কাঠগড়ায় অঝোরে কাঁদতে দেখা যায় পরীমণিকে, ফের দুই দিনের রিমান্ডে

আজ কাঠগড়ায় অঝোরে কাঁদতে দেখা যায় পরীমণিকে, ফের দুই দিনের রিমান্ডে

আজ আবরো শুনানি চলছে। চার দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমণিকে আদালতে হাজির করেছে সিআইডি, চাওয়া হয়েছে আরও ৫ দিনের রিমান্ড। শুনানি শেষে ফের দুই দিনের রিমান্ডে পরীমণি।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে পরীমণিকে রিমান্ড শুনানিতে কাঠগড়ায় আনা হলে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে। এসময় রিমান্ড বিষয়ে শুনানি করছেন তার আইনজীবী আইনজীবী মজিবুর রহমান।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে রিমান্ড শুনানি চলছে।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। প্রথমে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। পরে দুপুর ১টা ৫০ মিনিটে পরীমণিকে আদালতে তোলা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে