আজ আবারো শুনানি হয়েছে। চার দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমণিকে আদালতে হাজির করেছে সিআইডি, চাওয়া হয়েছে আরও ৫ দিনের রিমান্ড। শুনানি শেষে ফের দুই দিনের রিমান্ডে পরীমণি।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে পরীমণিকে রিমান্ড শুনানিতে কাঠগড়ায় আনা হলে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে। এসময় রিমান্ড বিষয়ে শুনানি করছেন তার আইনজীবী আইনজীবী মজিবুর রহমান।
চিৎকার করে পরী বললেন ‘আমি নির্দোষ, ফাঁসানো হয়েছে’ আদালত থেকে বের হওয়ার সময় তিন বার চিৎকার করেছেন চিত্রনায়িকা পরীমণি। চিৎকার করে তিনি বলেন, ‘আমি নির্দোষ, আমাকে ইচ্ছা করে ফাঁসানো হয়েছে। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।’ এরপরই তাকে আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে রিমান্ড শুনানি হয়েছে।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। প্রথমে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। পরে দুপুর ১টা ৫০ মিনিটে পরীমণিকে আদালতে তোলা হয়।