বুধবার, ১১ আগস্ট, ২০২১, ১২:৪৯:১৫

যা নিয়ে বিস্ময় প্রকাশ করলেন অভিনেত্রী তিন্নি

যা নিয়ে বিস্ময় প্রকাশ করলেন অভিনেত্রী তিন্নি

নায়িকা পরীমনিকে নিয়ে চলছে সর্বত্র আলোচনা আর সমালোচনা। ইতোমধ্যে তিনি এখন পুলিশ হেফাজ তে আছেন। এদিকে কদিন ধরে শোবিজের বেশ কয়েকজন তারকার মাদককাণ্ড নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিষয়গুলো নিয়ে সামাজিক মাধ্যমে হচ্ছে নানা কথা। এমন পরিস্থিতিতে এক সময়কার মাদকে আসক্ত মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নির নামও অনেকে আলোচনায় যুক্ত করছেন। এসব বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন কানাডা প্রবাসী এই অভিনেত্রী। একইসঙ্গে গুজবে তাকে না জড়ানোর অনুরোধও করেছেন তিন্নি।

মঙ্গলবার (১০ আগস্ট) ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে ব্যক্তি জীবনের পাশাপাশি আরও কিছু বিষয় তুলে ধরেছেন তিন্নি। তিনি লেখেন, ‘২০১০ সাল থেকে একই কাসুন্দি। কী হলো কীভাবে হলো- এসব চলছে, হায়রে মানসিকতা! সময়ের সঙ্গে মানুষের উন্নতি হয় আর আমাদের ওই একই ঘ্যানঘ্যানানি আর ভালো লাগে না।’

সেই সময়ের আর এই সময়ের তিন্নির মধ্যে কতটা পার্থক্য সে বিষয়ে এই অভিনেত্রী লেখেন, তখনকার আমি আর এখনকার আমির মধ্যে পার্থক্য হলো- এখন আমি সুন্দর দুটি কন্যাসন্তানের মা। তখন ২১-২২ বছর বয়সী তিন্নি মডেল-অভিনেত্রী ছিল। আর এখন ৩৭ বছর বয়সী নারী ও একজন মা।

তিন্নি উল্লেখ করেন, ‘আমি আগের মতোই মনখোলা ও আশাবাদী মানুষ। এখনো প্রাণ ভরে হাসি, যেকোনো পছন্দের গানের সঙ্গে নেচে উঠবো, মানুষকে রেঁধে খাওয়াবো। কারো কষ্টের সময়ে পাশে দাঁড়াবো। কষ্ট পেয়েছি তাই কষ্টের মূল্য বুঝি।’

তিন্নি লেখেন, ‘আমি আর অভিনয় করছি না। সুতরাং একজন মাকে এসব চুলকানি থেকে বাদ দেওয়া যায় না! আমরা সবাই তো কারো সন্তান, আমারো তো মা-বাবা আছে নাকি? আমাদের নিয়ে অন্য মানুষ খারাপ বললে, আমাদের সন্তান, মা-বাবাও কষ্ট পান। এটাই কি স্বাভাবিক নয়?’

বলেন, ‘শুনেছিলাম, ‘মানুষের হায় (অভিশাপ) লাগলে মানুষ সর্বস্বান্ত হয়ে যায়’। আমার কথা বলছি না, আমাদের বাবা-মা, সন্তানদের কষ্টের হায় লাগার কথা বলছি। আমরা কি পারি না ভালোভাবে-ভদ্রভাবে সবকিছু উপস্থাপন করতে? দয়া করে নিজে বাঁচুন অন্য কেউ বাঁচতে দিন! আসুন সবাই আবার মানুষের মতো কাজ করি।’

সন্তানদের জন্য দোয়া চেয়ে তিন্নি স্ট্যাটাসটির শেষভাগে লেখেন, ‘জীবনে ভণ্ডামি করি নাই, করলে হয়তো অনেক ভালো জীবন হতে পারতো। যাই হোক, সবাই আমার ও আমার সন্তানদের জন্য দোয়া, আশীর্বাদ করবেন, যেন দিন শেষে সন্তানদের মানুষের মতো মানুষ করতে পারি। আমি কি ভুল বললাম?’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে