বুধবার, ১১ আগস্ট, ২০২১, ০৮:৩৬:৩৪

আমরা তার বউয়ের পরকীয়ার ষড়যন্ত্রের শিকার : সাংবাদিকদের বললেন পিয়াসা

আমরা তার বউয়ের পরকীয়ার ষড়যন্ত্রের শিকার : সাংবাদিকদের বললেন পিয়াসা

বিনোদন ডেস্ক : মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১১ আগস্ট) রিমান্ড শুনানি শেষে এজলাস থেকে পিয়াসাকে বের করে আদালতের হাজতখানায় নেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে পিয়াসা বলেন, ‘জামান ও জামানের বউকে খুঁজে বের করেন। ওই প্রস্টিটিউটকে খুঁজে বের করেন।’

তিনি আরো বলেন, ‘জামানের কাছে যান। বাঁচানোর মালিক জামান। তার বউয়ের পরকীয়ার ষড়যন্ত্রের শিকার আমরা। আমাদের না ধরে ওই প্রস্টিটিউটকে ধরেন। আমরা তার ষড়যন্ত্রের শিকার।’  তার এ কথা শুনে উপস্থিত সাংবাদিকরা পিয়াসার কাছে জানতে চান কে এই জামান? কিন্তু এর কোনো উত্তর দেননি তিনি। বারবার জামান ও তার স্ত্রীকে খোঁজে বের করতে বলেন পিয়াসা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে