বিনোদন ডেস্ক : কলকাতার প্রবীণ অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় পরীমনির স্বভাব ও চরিত্র সম্পর্কে যা বললেন, তা বোধহয় একটু বেশিই হয়ে গেল! ২০১৬ সালে পরীমনি 'রক্ত' নামে একটি ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছিলেন। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ওই ছবিতে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ও ছিলেন। পরীমনির সঙ্গে একটি নাচের দৃশ্যে দেখা গিয়েছিল তাকে।
অথচ ওই একটি মাত্র ছবির একটি মাত্র দৃশ্যে পরীমনির সঙ্গে পর্দা ভাগ করে তিনি যে ভাষায় তার নিন্দা করলেন, তা অবাক হওয়ার মতো! কলকাতার একটি সংবাদমাধ্যম পরীমনির বিষয়ে কথা বলেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। বাংলাদেশি নায়িকার প্রসঙ্গ উঠতেই ওপার বাংলার প্রবীণ এই অভিনেতা বলেন, ওর (পরীমনি) মতো মহিলার সঙ্গে পর্দা ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না! নাচের একটি দৃশ্যে এক ফ্রেমে ছিলাম। এই পর্যন্তই!
মাত্র একটি ছবিতে একটি নাচের দৃশ্যে অভিনয় করে কীভাবে বিপ্লব বুঝেছিলেন যে, পরীমনি ‘ভদ্র’ নন? অভিনেতার দাবি, তিনি পরীমনি সম্পর্কে অনেক কথা শুনেছেন। যা তার ভালো লাগেনি। বিপ্লবের দাবি, ‘সব রটনাই মিথ্যা নয়। কিছু না থাকলে এক জনের নামে এত বদনাম শোনা যায়!’ বিপ্লবের দাবি, কলকাতার একাধিক অভিনেতা বাংলাদেশে আসলে পরীমনির সঙ্গে দেখা করতে যান। তবে তাদের নাম উল্লেখ করেননি তিনি।