শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১, ০২:০৬:৩০

রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন পরীমনি

রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন পরীমনি

সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে আজ আবারো আদালতে উঠানো হয়েছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুদফা রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন উল্লেখ করে পরীমনিকে জামিন না দিয়ে আটক রাখার আবেদন করা হয়েছে।  

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা তাকে জেলহাজতে পাঠানোর আবেদন করেছেন। এতে তদন্ত কর্মকর্তা আরো উল্লেখ করেছেন, মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামি শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমনিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।  আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি হতে পারে।  এমনকি পালিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।  

আজ শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।  এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে