শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১, ০৮:৪২:৩০

শত শত মানুষ ছুটে আসেন নায়িকা পরীমনিকে দেখতে

শত শত মানুষ ছুটে আসেন নায়িকা পরীমনিকে দেখতে

আজ আবারো আদালতে উঠানো হয়েছিল আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে। আদালতের নির্দেশে সেখান থেকে গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে তাকে। আজ শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে প্রিজন ভ্যানে করে তাকে ওই কারাগারে আনা হয়।

এদিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের (অতিরিক্ত দায়িত্ব) জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেন।

নায়িকা পরীমনিকে কাশিমপুর কারাগারে আনা হচ্ছে, এমন খবরে শত শত উৎসুক জনতা এবং গণমাধ্যমকর্মীরা কারাফটকে জড়ো হন। তবে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি সন্ধ্যা সাতটার দিকে দ্রুতগতিতে পুলিশের কড়া পাহারায় কারাফটক দিয়ে কারা কমপ্লেক্সের ভেতরে চলে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে