সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ০১:৩৮:৫৫

চিত্রনায়িকা মৌসুমীকে কেন্দ্র করে রণক্ষেত্র

চিত্রনায়িকা মৌসুমীকে কেন্দ্র করে রণক্ষেত্র

বিনোদন ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লি, পুলিশ ও মৌসুমী ভক্তদের মধ্যে ত্রিমুখী ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র শহীদি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার দুপুরে মৌসুমী শহরের পুরান থানা এলাকায় শহীদি মসজিদের পাশে একটি প্লাস্টিক কোম্পানির শোরুম উদ্বোধন করতে আসার কথা। মৌসুমী আসার কথা শুনে সন্ধ্যায় মৌসুমীর হাজারো ভক্ত শহীদি মসজিদের সামনে ভিড় জমায়।

এসময় মৌসুমী শোরুমে আসার আগে অপেক্ষমান ভক্তদের বিনোদনের উদ্দেশ্যে আয়োজকরা প্রজেক্টেরের মাধ্যমে মৌসুমীর বিজ্ঞাপণ প্রচার শুরু করলে ক্ষিপ্ত হয়ে উঠে মুসল্লি ও মাদ্রাসার ছাত্ররা। এরপরই তারা লাঠিসোঠা নিয়ে ভক্তদের ধাওয়া দেয়।

এসময় তাদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ, মুসল্লি ও ভক্তদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়নের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে এখবর শুনে মৌসুমী তার গাড়ি নিয়ে পুলিশের হেফাজতে থানায় আশ্রয় নেন। পরে থানা থেকে রাত ৮টার দিকে তিনি ঢাকায় ফিরে যান। তবে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ''মসজিদঘেঁষা শো-রুমটিকে ঘিরে হাজারো ভক্তের হৈ-হল্লায় মুসল্লিরা উত্তেজিত হয়ে পড়ে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।''

১১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে