 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
প্রথমে র্যাবের হাতে আটক আলোচিত নায়িকা পরীমনি এখন কাশিমপুর কারাগারে আছেন। আজ আবারো তাকে আদালতে উঠানো হয়েছিল। 
চিত্রনায়িকা পরীমণির তৃতীয় দফায় আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। 
এ দিন আদালতের এজলাসে উপস্থিত নানা শামসুল হকের সঙ্গে দেখা হয় পরীমণির। এ সময় নাতনী পরীমণি কাঠগড়ায় দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। পরীমণির নানা ও আরও দুইজন কাঠগড়ায় থাকা পরীমণির সঙ্গে পাঁচ মিনিট কথা বলার সুযোগ পান।
কী কথা হয়েছে জানতে চাইলে পরীমণির স্বজনরা কিছুই বলেননি। এরপর আইনশৃঙ্খলা বাহিনী পরীমণিকে আদালত থেকে বিশেষ নিরাপত্তায় নিয়ে যায়।