বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ০৪:৪০:০৬

পরীমনি জাস্টিস পাবেন, আবারও সিনেমায় ফিরবেন: সিয়াম

পরীমনি জাস্টিস পাবেন, আবারও সিনেমায় ফিরবেন: সিয়াম

মাদককা'ণ্ডে গ্রেফতার চিত্রনায়িকা পরীমনির সহকর্মী চিত্রনায়ক সিয়াম আহমেদ।  পরীমনি গ্রেফতার হওয়ার পর তাকে নিয়ে সিয়ামকে জড়িয়ে বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়েছে।  যেগুলো নিয়ে বিরক্ত এই চিত্রনায়ক। 

সিয়াম পরীমনির ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী।  সেই সঙ্গে সহ-অভিনেত্রীর ব্যক্তিগত কিছু গুনে মুগ্ধ। 
 
সমসাময়িক বিষয় নিয়ে আলাপকাপে সিয়াম গণমাধ্যমকে বলেছেন, কিছু ভুঁইফোড় অনলাইন পরীমনির সঙ্গে আমাকে নিয়ে মিথ্যা খবর প্রকাশ করে।  তারা এক ধরনের শিরোনাম দিয়ে ভেতরে আরেক ধরনের খবর লিখে।  শিরোনাম দেখেই অনেকেই ধরে নেন, অনেক বড় কিছু হয়েছে।  এটা আমাকে ব্যক্তিগতভাবে আঘা'ত করেছে।  কিছু মানুষের কারণে আমার পরিবার কষ্ট পেয়েছে, মর্মাহ'ত হয়েছে।

মিথ্যা রটনাকারীদের বিরুদ্ধে  ব্যবস্থা নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে সিয়াম বলেন, ‘আমার ব্যবস্থা আমি নেব।  জানিয়ে নেব না। যারা অপরাধী, তারা জেনে যাবেন। ‘

পরীমনির গ্রেফতার ও তাকে রিমান্ডে নেওয়ার প্রসঙ্গে সিয়াম বলেন, দেশের আইনি ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে।  এমন কিছু হয়নি যে আমাদের আস্থা নষ্ট হয়ে যাবে।  আমরা অপেক্ষা করছি।  তিনি প্রপার জাস্টিস পাবেন।  

পরীমনি আবারও কাজে ফিরবেন এমন আশা করে সিয়াম বলেন, আশা করি, তিনি সুস্থ ও স্বাভাবিকভাবে বের হবেন।  আবারও নিয়মিত কাজে ফিরবেন। 

পরীমনির মানবিক গুণাবলী সামনে এনে সিয়াম বলেন, তিনি মানুষের জন্য অনেক করেছেন।  তিনি অনেক অনাহারীকে খাইয়েছেন।  সংসার চলে না, এমন অনেককে সহযোগিতা করেছেন।  এগুলো একজন ভালো মানুষের লক্ষণ। আমি চোখের সামনে অন্যের জন্য পরীমনিকে কিছু করতে দেখেছি।  ক্ষমতা তো অনেকেরই থাকে, কতজন করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে