বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতির অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ডা. সৈয়দ সাঈদ আহমেদের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
ডাক্তার জানিয়েছে, দিতির অবস্থা সঙ্কটাপন্ন। তিনি অনেকটা অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছেন।
মস্তিষ্কে ক্যান্সারে আক্রান্ত দিতি দ্বিতীয় দফায় ভারতে চিকিৎসায় ব্যর্থ হয়ে শুক্রবার দেশে ফেরেন। এরপর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার দুপুরে দিতির ঘনিষ্ঠ বান্ধবী অভিনেত্রী অরুণা বিশ্বাস জানান, 'ওর অবস্থা মোটেও ভালো নয়। কাউকেই চিনতে পারছে না। ওর কথা মনে পড়তেই কান্না পায়। আজ আমি দিতিকে দেখতে হাসপাতালে যাব।'
এর আগে দ্বিতীয় দফায় ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইন্সটিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
মস্তিষ্কে ক্যান্সার আক্রান্ত হওয়ার পর সেখানেই তার চিকিৎসা চলছিল। মাঝে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরলেও শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফের নভেম্বরে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এ দফায় আর কোনো সুখবর মেলেনি।
কেমোথেরাপির ফলে উৎপন্ন তেজস্ক্রিয়তার পার্শ্বপ্রতিক্রিয়ায় দুরারোগ্য পারকিনশনস রোগে আক্রান্ত হয়েছেন দিতি। বর্তমানে এ রোগের দ্বিতীয় পর্যায়ে আছেন তিনি। এর কোনো সুচিকিৎসা নেই। ফলে দিতিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
এ প্রসঙ্গে অমিত হাসান বলেন, 'ঢাকায় ফেরার পরপরই তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন যে অবস্থা তাতে হাসপাতালে থাকাই ভালো। মিডিয়ার সবাই উনার সঙ্গে দেখা করছেন। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। আপনারাও তার জন্য দোয়া করবেন।'
১১ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন