শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১, ০৪:২৮:৩১

সন্তান প্রসবের সময় পছন্দের গান শুনেছেন নুসরাত!

সন্তান প্রসবের সময় পছন্দের গান শুনেছেন নুসরাত!

চিত্রনায়িকা নুসরাত তার পছন্দের গান শুনতে শুনতেই সন্তানের জন্ম দিয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে ছেলের জন্ম দেন তিনি। এই ব্যাপারে হাসপাতাল সূত্রে খবর, স্পাইনাল অ্যানেস্থেশিয়া করা হয়েছিল অভিনেত্রী-সাংসদের। সেই সময় অপারেশন থিয়েটারে চালানো হয়েছিল নুসরতের পছন্দের গান। সেই গান শুনতে শুনতেই ছেলে ঈশানের জন্ম দেন।

এদিকে প্রথমে শোনা গিয়েছিল, সেপ্টেম্বর মাসে সন্তানের জন্ম দেবেন নুসরত। কিন্তু কিছুদিন আগে জানা যায়, আগস্ট মাসের শেষেই ভূমিষ্ঠ হবে অভিনেত্রী-সাংসদের সন্তান। শহরের এক বেসরকারি হাসাপাতালে বেড বুক করা হয়েছে। সূত্রের খবর মানলে, একাই আবাসন থেকে নেমে গাড়িতে চড়ে হাসপাতালে গিয়েছিলেন নুসরত। তবে হাসপাতালে নাকি সারাক্ষণ তাঁর পাশে ছিলেন যশ দাশগুপ্ত।

শোনা গিয়েছে, নুসরত ও তাঁর সন্তানের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে সাবধানতার খাতিয়ে দু’জনকে আরও কিছুটা সময় পর্যবেক্ষণে রাখতে চাইছেন চিকিৎসকরা। সমস্ত কিছু স্বাভাবিক থাকলে শনিবার নুসরত ও তাঁর ছেলেকে সাধারণ কেবিনে ফেরানো হতে পারে। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারে দু’জনকে।

গত বছরের পুজোর পর থেকেই স্বামী নিখিল জৈনের সঙ্গে থাকছেন না নুসরত জাহান। পরে নুসরতের থেকে আলাদা হতে চেয়ে আলিপুর আদালতে মামলা করেন নিখিল। 

সেই সময় অভিনেত্রী-সাংসদ জানিয়েছিলেন, তাঁর ও নিখিলের তুরস্কের ডেস্টিনেশন ওয়েডিং ভারতে বৈধ নয়। ফলে বিচ্ছেদ নেওয়ার প্রশ্ন ওঠে না। কারণ তিনি ও নিখিল লিভ-ইন সম্পর্কে ছিলেন। নুসরতের এই মন্তব্যে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। তাঁর সঙ্গে যশের ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন ওঠে।-সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে