শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫০:৪০

স্বামী বৃন্দাবন দাসকে নিয়ে শাহনাজ খুশির আবেগঘন পোস্ট

স্বামী বৃন্দাবন দাসকে নিয়ে শাহনাজ খুশির আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্বামী নাট্যকার বৃন্দাবন দাসকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি। শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, তার স্বামী (বৃন্দাবন) পত্রিকা, টেলিভিশন সাক্ষাৎকার থেকে অনেক দূরে থাকে। নিজের ভেতরে আবাস গড়ে বসবাস করা সেই মানুষের আজ অনেক নিউজ প্রকাশ হয়েছে। 

বৃন্দাবন দাস বাংলাদেশের জনপ্রিয় নাট্যকার, অভিনেতা ও লেখক। টিভি নাটক ‘ছায়াবাজ’ এর জন্য ‘সেরা নাট্যকার’ হিসেবে তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার, ২০০৮ লাভ করেন। স্বামীকে উদ্দেশ্য করে খুশি বলেন, কিছু মানুষ জন্মায়, শুধু দেওয়ার জন্য। প্রচার মিডিয়ার প্রতি তার এ আত্মঅভিমান, সুতীক্ষ্ণ অভিযোগ কেবল আমি জানি।

যৌথ জীবনের ২৬ বছর পাড়ি দিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি ও নাট্যকার বৃন্দাবন দাস। দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি— এ দুই ছেলেকে নিয়ে খুশি ও বৃন্দাবনের সুখের সংসার। ১৯৯০ এর দশকের গোড়ার দিকে বৃন্দাবন তার অভিনয় জীবন শুরু করেছিলেন, পরে তিনি বাংলাদেশী সিনিয়র অভিনেতা হয়ে ওঠেন, তিনি চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও জাহিদ হাসানসহ অনেক শীর্ষস্থানীয় বাংলাদেশের অভিনেতাদের সাথে অভিনয় করেছিলেন।

বৃন্দাবন দাসের লেখা উল্লেখযোগ্য নাটকগুলো মধ্যে রয়েছে- বন্ধুবরেষু, ঘর-কুটুম, আলতা সুন্দরী, জামাই মেলা, হাড়কিপটে, মোহর শেখ, সাকিন সারি সুরি, চৈতা পাগল, পাত্রী চাই, পত্র মিতালী, সার্ভিস হোল্ডার, কাঁটা হেরি ক্ষান্ত কেন ইত্যাদি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে