সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ০৮:১৫:৪৬

গোল্ডেন গ্লোবের পুরস্কার জিতলেন যারা

গোল্ডেন গ্লোবের পুরস্কার জিতলেন যারা

বিনোদন ডেস্ক : পুরস্কার জেতার কার না আকাঙ্ক্ষা থাকে।  এ জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকেন।  এবার পুরস্কার গোল্ডেন গ্লোবের।  ২০১৬ সালে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতলেন যারা তাদের তালিকা এক নজরে দেখে নিন।  এ বছর যারা জিতলেন গোল্ডেন গ্লোব পুরস্কার তারা হলেন-

সেরা ছবি (ড্রামা) : দ্য রেভেন্যান্ট

সেরা ছবি (মিউজিকাল ও কমেডি) : দ্য মার্শিয়ান

সেরা অভিনেত্রী (ড্রামা) : ব্রি লারসন (রুম ছবির জন্য)

সেরা অভিনেত্রী (মিউজিকাল কমেডি) : জেনিফার লরেন্স (জয় ছবির জন্য)

সেরা অভিনেতা (ড্রামা) : লিওনার্দো দি ক্যাপ্রিও (দ্য রেভেন্যান্ট ছবির জন্য)

সেরা অভিনেতা সোপোর্টিং রোলে : সিলভেস্টার স্ট্যালন (ক্রিড ছবির জন্য)

সেরা অভিনেত্রী সাপোর্টিং রোল : কেট উইন্সলেট (স্টিভ জোবস ছবির জন্য)

সেরা পরিচালক: আলেয়ান্দ্রো গঞ্জালেস ইনারিতু (দ্য রেভেন্যান্ট ছবির জন্য)

সেরা অভিনেতা (মিউজিকাল ও কমেডি): ম্যাট ডেমন (দ্যমার্শিয়ান ছবির জন্য)

সেরা চিত্রনাট্য: অ্যারন সরকিন (স্টিভ জোবস ছবির জন্য)

সেরা সঙ্গীত পরিচালক: এনিও মোরিকোনে (দ্য হেটফুল এইট ছবির জন্য)

সেরা অ্যানিমেশন ছবি: ইনসাইড আউট

সেরা গান: রাইটিংস অন দ্য ওয়াল (স্পেক্টার ছবির জন্য)

সেরা বিদেশি ছবি: সন অফ সওল

সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা): মিস্টার রোবট

সেরা টেলিভিশন সিরিজ (মিউজিকাল ও কমেডি): মোত্‍সার্ট ইন জঙ্গল

সেরা টেলি ছবি: উল্ফ হল

সেরা অভিনেতা টেলিভিশন সিরিজ (ড্রামা): জন হ্যাম (ম্যাড মেন সিরিজের জন্য)

সেরা অভিনেতা টেলিভিশন সিরিজ ((মিউজিকাল ও কমেডি) : গায়েল গার্সিয়া বের্নাল (মোত্‍সার্ট ইন জঙ্গল সিরিজের জন্য)

সেরা অভিনেতা টেলি ছবি : অস্কার আইজ্যাক (শো মি আ হিরো-র জন্য)

সেরা অভিনেতা সাপোর্টিং রোল টেলি ছবি : ক্রিশ্চিয়ান স্ল্যাটাল (মিস্টার রোবট সিরিজের জন্য)

সেরা অভিনেত্রী টেলি সিরিজ (ড্রামা): তারাজি পি হেনসন (এম্পায়ার সিরিজের জন্য)

সেরা অভিনেত্রী সাপোর্টিং রোল টেলি সিরিজ : মাউরা তিয়ের্নি (দ্য অ্যাফেয়ার)

সেরা অভিনেত্রী টেলি ছবি : লেডি গাগা (আমেরিকান হরর স্টোরি: হোটেল)

সেরা অভিনেত্রী টেলি সিরিজ (মিউজিকাল ও কমেডি) : রেচেল ব্লুম (ক্রেজি এক্স গার্লফ্রেন্ড-এৎ জন্য)
১১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে