শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৩:৪৭

নিজের চরিত্রটাও ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন, পরিষ্কার হবে: কটাক্ষের শিকার নুসরাত

নিজের চরিত্রটাও ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন, পরিষ্কার হবে: কটাক্ষের শিকার নুসরাত

বিনোদন ডেস্ক : অন্তঃসত্ত্বা থাকাকালীনই এক বিজ্ঞাপনের শুট করেছিলেন নুসরাত জাহান। সেই বিজ্ঞাপনের ভিডিওই সদ্য প্রকাশ্যে এসেছে। ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপন। বিপরীতে ‘খড়কুটো’ সিরিয়ালের রূপাঞ্জন ওরফে ছোটপর্দার খ্যাতনামা অভিনেতা রাজা গোস্বামী। 

তাতে দেখা গিয়েছে, গাড়ি ধুতে ধুতেই অভিনেত্রীর সঙ্গে দাম্পত্য খুনসুঁটিতে মেতে ওঠেন রাজা। আর সেই বিজ্ঞাপন জনসমক্ষে আসতেই ফের নেটদুনিয়ায় কটাক্ষের শিকার নুসরাত জাহান। বিগত মাসখানেক ধরেই ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে জেরবার সাংসদ-অভিনেত্রী। সদ্য বিতর্ক পেরিয়ে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। 

স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদের পর তার সখ্যতা গড়ে উঠেছে যশ দাশগুপ্তের সঙ্গে। ছেলের বার্থ সার্টিফিকেটেও বাবার নামের পাশে জ্বলজ্বল করেছে যশের নাম। যা নিয়ে শোরগোলেরও অন্ত নেই। ক্রমাগত কটাক্ষ, নিন্দা, সমালোচনার শিকার হতে হচ্ছে তাকে। এরমাঝেই একরত্তিকে ঘরে রেখে শুটিং ফ্লোরে নেমে পড়েছেন। 

তবে নিন্দুকদের এত কটুবাক্য সত্ত্বেও নির্বিকার নুসরাত জাহান। ট্রোলিংকে অবশ্য কোনওদিনই পাত্তা দেননি তিনি। নিজের শর্তে বাঁচেন। তবে সদ্য প্রকাশ্যে আসা ডিটারজেন্ট পাউডারের ভিডিও নিয়ে বেজায় শোরগোল শুরু হয়েছে নেটদুনিয়ায়। নেটজনতার একাংশ আবার অভিনেত্রীকে কটাক্ষ করে এও বলতে ছাড়েননি যে, “নিজের চরিত্রটাও এবার ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। আশা করি পরিষ্কার হবে।” 

কেউ কেউ আবার কটাক্ষ করে এও বললেন যে, “সাংসদ হয়েও ডিটারজেন্টের বিজ্ঞাপন করছেন!” কেউ বা আবার প্রশ্ন ছুঁড়ে দিলেন, “কাপড়ের দাগ তো না হয় গেল, কিন্তু আপনার চরিত্রের দাগ কে মুছবে?” আসলে নিখিলের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর থেকেই নেটদুনিয়ার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নুসরাতকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে