বিনোদন ডেস্ক : সানি লিওনের সিনেমা 'মস্তিজাদে' নিয়ে আনেক আলোচনাই শোনা গিয়েছে। মিলাপ জাভেরি পরিচালিত এই সিনেমার বেশ কয়েকটি দৃশ্যে আপত্তিকর হওয়ায় সেন্সর বোর্ড ছাড়পত্র দিতে রাজি হয়নি। ২০১৫ সালের মে মাসে মুক্তি পাওয়ার কথা ছিল সানি লিওনের 'মস্তিজাদে'। কিন্তু তার অভিনিত 'এক পহেলি লীলা', 'কুচ কুচ লোচা হ্যায়'-সিনেমা দুটি রিলিজ পেলেও সানির এই সিনেমাটি মুক্তি না পাওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন।
তবে এতদিনে বোঝা গেল কেন মুক্তি পায়নি 'মস্তিজাদে'। এমনও শোনা যাচ্ছে প্রযোজক-পরিচালকরা এই সিনেমায় কিছু দৃশ্য বাদ দিয়ে তার পরই সার্টিফিকেট দিয়ে ছাড়পত্র আদায়ের চেষ্টা করেছিলেন, কিন্তু সেন্সর বোর্ডের কর্মকর্তারা তাতেও রাজি হননি। শোনা যাচ্ছে সিনেমার পুরো বিষয়বস্তু নিয়েই আপত্তি উঠেছে। সিনেমার বিভিন্ন দৃশ্য অত্যন্ত ‘সাহসী’ বলেই মনে করছে সেন্সর বোর্ড। তাই মুক্তির অনুমতি দেওয়া হয়নি।
অবশ্য তার পরও হাল ছাড়তে চাননি প্রযোজক। অবশেষে সফল হয়েছেন মাস্তিজাদের মুক্তির বিষয়টি। আর তাই সানি লিওনের পরবর্তী ছবি ‘মস্তিজাদে’র প্রচারে নাকি একাই যাচ্ছেন তিনি। কারণ, ছবির বাকি অভিনেতারা কেউ প্রচারে থাকতে চান না মোটেই! সানি অবশ্য এই কমেডি নিয়ে বেশ উৎসাহী। ছবিতে সানি অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে। মনে হচ্ছে অভিনেত্রী হওয়ার লড়াইটা একাই সেরে ফেলতে চান তিনি!
১১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই