বৃহস্পতিবার, ০৭ অক্টোবর, ২০২১, ০২:০৯:০৬

চাঞ্চল্যকর দাবি নবাবের; 'মূল টার্গেট শাহরুখ, একমাস আগে থেকেই পরিকল্পনা; নেপথ্যে বিজেপি' ‘পুরো ঘটনাটা সাজানো’

 চাঞ্চল্যকর দাবি নবাবের; 'মূল টার্গেট শাহরুখ, একমাস আগে থেকেই পরিকল্পনা; নেপথ্যে বিজেপি' ‘পুরো ঘটনাটা সাজানো’

শাহরুখের ছেলে আরিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে মাদক মামলায়। আরিয়ানকে আজ ফের আদালতে তোলা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে আদালতে শাহরুখের বড় ছেলের হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয় কি না!

তবে এসবের মাঝেই চাঞ্চল্যকর দাবি তুললেন এনসিপি-র মুখপাত্র তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। পরিষ্কার জানিয়ে দিলেন, এই ঘটনার পিছনে হাত রয়েছে বিজেপি-র। সঙ্গে, এটাও দাবি করা হয়েছে যে আসল টার্গেট শাহরুখ।

‘পুরো ঘটনাটা সাজানো’, বলেই জানিয়েছেন নবাব। সঙ্গে তাঁর দাবি মহারাষ্ট্র সরকারকে প্যাঁচে ফেলতে  মাদকদ্রব্য অধিদপ্তরকে দিয়ে এই কাজ করাচ্ছে বিজেপি। এর আগে কংগ্রেসের পক্ষ থেকেও দাবি করা হয়েছিল, গুজরাটের মুন্দ্রা বন্দরে আটক ৩০০০ কিলোগ্রাম হেরোইন উদ্ধারের মামলা থেকে দেশবাসীর নজর ঘোরাতেই  মাদকদ্রব অধিদপ্তরের-র প্রমোদতরী অভিযান। এখানেও পরোক্ষভাবে বিজেপি-র দিকেই টারগেট করা হয়েছিল। 

নবাবের দাবি, শাহরুখ খানকে পরবর্তী নিশানা করা হবে বলে অন্তত এক মাস আগে সাংবাদিকদের কাছে খবর ছিল। সঙ্গে শাহরুখ-পুত্রকে আটক করার পর তাঁর সঙ্গে সেলফি তোলা ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির প্রসঙ্গও তোলেন তিনি। 

জানা গেছে, ওই ব্যক্তির নাম মণীশ ভানুশালী। যদিও এনসিবি জানিয়েছে, ওই ব্যক্তি তাঁদের কেউ নন। তাই প্রশ্ন উঠছে, কে ওই ব্যক্তি? সে এনসিবি-র অভিযানের সময়তেই বা কী করছিল ওই প্রমোদতরীতে। সূত্র-হিন্দুস্তান টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে