বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১, ০৫:০৭:৩১

শাহরুখের বাড়িতে অভিযান শেষে যা বললেন এনসিবি কর্মকর্তারা

শাহরুখের বাড়িতে অভিযান শেষে যা বললেন এনসিবি কর্মকর্তারা

ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এ অভিযান চালিয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরের দিকে ছয় সদস্যের একটি দল শাহরুখের বাড়িতে ঢুকে। তবে তারা বাড়ির ভেতরে মাত্র ১৫ মিনিট ছিলেন। এরপরই বেরিয়ে যান।

বের হয়ে আসার পর এনসিবির এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘তদন্ত চলছে। এনসিবি যখন কোনও ব্যক্তির বাড়িতে যায়, তার অর্থ এটা নয় যে, তিনিও সরাসরি ঘটনার সঙ্গে যুক্ত বা তদন্তের আওতায় রয়েছেন। এ ছাড়াও বিভিন্ন নিয়মতান্ত্রিক ব্যাপার থাকে।’

আর্থার রোড জেলে যেদিন ছেলের সঙ্গে দেখা করতে গেলেন শাহরুখ, সে দিনই তার বাংলো ‘মান্নাত’-এ এনসিবি-র গোয়েন্দা দলের হাজির হওয়া কি কেবলই কাকতালীয়, প্রশ্ন উঠছে।

এর আগে সকালেই বড় ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে পৌঁছান শাহরুখ। জেলের ভিতরে ১৫ মিনিট সময় কাটিয়ে আবার বাইরে বেরিয়ে আসেন তিনি। ঢোকা বা বেরোনোর সময় সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি শাহরুখ খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে