শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ০৯:৫২:০১

পাকিস্তানে এবার নাটক-সিরিয়ালের দৃশ্যে ‘আলিঙ্গন’ নিষিদ্ধ

পাকিস্তানে এবার নাটক-সিরিয়ালের দৃশ্যে ‘আলিঙ্গন’ নিষিদ্ধ

পাকিস্তানে এবার টেলিভিশনের পর্দায় ‘আলিঙ্গনের’ দৃশ্য সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চলতি সপ্তাহে এক নোটিশ জারি করে নতুন এই নির্দেশনার কথা জানিয়েছে পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)। আজ শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ডন।

বলা হয়েছে, পাকিস্তানের স্যাটেলাইট চ্যানেলগুলোতে প্রচারিত নাটকে আলিঙ্গন দৃশ্য সম্প্রচার ইসলামি শিক্ষা ও পাকিস্তানি সংস্কৃতির পরিপন্থী ও দর্শকদের জন্য ‘অস্বস্তিকর’। এছাড়া নাটকগুলোতে পাকিস্তানি সমাজের প্রকৃত চিত্র তু'লে ধরা হচ্ছে না। তাই অশোভন পোশাক, শ'য্যাদৃ'শ্য, আ'লিঙ্গন, চু'ম্ব'ন, সং'বেদ'নশীল বিতর্কিত প্লট ও অপ্রয়োজনীয় দৃশ্য সম্প্রচারে বিরত থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে