মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ০১:৩০:০৫

নারীরা বিনামূল্যে দেখতে পারবে যে সিনেমা

নারীরা বিনামূল্যে দেখতে পারবে যে সিনেমা

বিনোদন ডেস্ক : আগামী ২২ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে রুবাইয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘আন্ডার কনস্ট্রাকশন’। এর আগে ছবিটি দু'টি প্রদর্শনি হবে।

এর একটি ১৪ জানুয়ারি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে এবং ১৮ জানুয়ারি সাড়ে ৫টায় শাহবাগের জাতীয় গণগ্রন্থাগারে প্রদর্শনী হবে বলে জাননো হয়েছে ছবিটি প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ।

এদিকে এ ছবিটি নারীদের জন্য বিনামূল্যে দেখার ব্যবস্থা কেরছে ছবিটির প্রযোজনা সংস্থা। বিনামূল্যে প্রদর্শনের জন্য ইতোমধ্যে ৫০০ টিকিটের ব্যবস্থা করেছে খনা টকিজ।

নির্মাতা রুবাইয়াত জানান, শুধু নারী দর্শকরাই ওই প্রদর্শনী উপভোগ করতে পারবেন। প্রদর্শনীতে ‘আন্ডার কনস্ট্রাকশন’র নারী অভিনয় শিল্পী-কলাকুশলীরা উপস্থিত থাকবেন, আড্ডা দেবেন দর্শকদের সঙ্গে।

প্রদর্শনীটি উপভোগ করতে পাস সংগ্রহ করা যাবে খনা টকিজের অফিস থেকে (সকাল ১০টা-বিকেল ৪টার মধ্যে)। ঠিকানা : ৮ পান্থপথ, ইউটিসি টাওয়ার, লেভেল ১৪ (বসুন্ধরা সিটির পাশে)। মোবাইলে সুজন মাহমুদ (০১৭১৪০১৯৯৯১) ও তাসমিয়াহ্ আফরিন মৌ (০১৮৪১৭১০০৩৬)।

কোনো কারণে অফিস থেকে টিকিট সংগ্রহ করতে না পারলে টিকিট পৌঁছে দেওয়া বা ভেন্যুতে রাখার ব্যবস্থা করবে প্রতিষ্ঠানটি।

‘আন্ডার কনস্ট্রাকশন’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউডের শাহানা গোস্বামী ও রাহুল বোস, ঢাকার মিতা চৌধুরী, তৌফিকুল ইসলাম ইমন ও রিকিতা নন্দিনী শিমু।
১২ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে