বিনােদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতির অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। মস্তিষ্কে টিউমারজনিত জটিলতায় দীর্ঘদিন ধরে চিকিৎসা গ্রহণ করছেন তিনি। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ডা. সৈয়দ সাঈদ আহমেদের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
দিতিকে দেখতে গিয়ে তথ্যমন্ত্রী তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে দিতির শারীরিক বিষয় নিয়ে জানতে চান। পরে তিনি বাংলাদেশের এই জনপ্রিয় চিত্রনায়িকার দ্রুত আরোগ্য কামনা করেন।
এ সময় ডাক্তার জানিয়েছে, দিতির অবস্থা সঙ্কটাপন্ন। তিনি অনেকটা অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছেন।
মস্তিষ্কে ক্যান্সারে আক্রান্ত দিতি দ্বিতীয় দফায় ভারতে চিকিৎসায় ব্যর্থ হয়ে শুক্রবার দেশে ফেরেন। এরপর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে দ্বিতীয় দফায় ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইন্সটিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
মস্তিষ্কে ক্যান্সার আক্রান্ত হওয়ার পর সেখানেই তার চিকিৎসা চলছিল। মাঝে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরলেও শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফের নভেম্বরে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এ দফায় আর কোনো সুখবর মেলেনি।
কেমোথেরাপির ফলে উৎপন্ন তেজস্ক্রিয়তার পার্শ্বপ্রতিক্রিয়ায় দুরারোগ্য পারকিনশনস রোগে আক্রান্ত হয়েছেন দিতি। বর্তমানে এ রোগের দ্বিতীয় পর্যায়ে আছেন তিনি। এর কোনো সুচিকিৎসা নেই। ফলে দিতিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
প্রসঙ্গত, দিতির চিকিৎসার জন্য গত রবিবার বিকেলে গণভবনে দিতির মেয়ে লামিয়া চৌধুরী ও ছেলে শাফায়াত চৌধুরী দীপ্তর হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ টাকার একটি চেক তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের মায়ের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন।
১২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই