মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ১১:২৯:৪১

মারা গেলেন ‘গ্ল্যাম রক’এর প্রাণপুরুষ ডেভিড বোওয়ি

মারা গেলেন ‘গ্ল্যাম রক’এর প্রাণপুরুষ ডেভিড বোওয়ি

বিনােদন ডেস্ক : মারা গেলেন বিশ্বের অন্যতম সেলিব্রেটেড সংগীতশিল্পী ডেভিড বোওয়ি। ১৮ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ চালিয়েও হেরে গেলেন তিনি। ৬৯ বছর বয়সে থেমে গেল তার জীবনের পথ চলা। ডেভিডকে সংগীতপ্রেমীরা চেনেন ‘গ্ল্যাম রক’এর প্রাণপুরুষ হিসেবে। বিংশ শতকের অন্যতম সফল শিল্পী বোওয়ি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার সর্বশেষ অ্যালবাম ‘ব্ল্যাকস্টার’।

৬৯তম জন্মদিনেই অ্যালবামের মিউজিক ভিডিও এবং গান রেকর্ডিং করার সময় থেকে অসুস্থ হয়ে পড়েছিলেন বোওয়ি। কাজ যদিও শেষ করেছিলেন। বোওয়ির জন্ম সাউথ লন্ডনের ব্রিক্সটনে। ১৯৬৯’এ তার প্রথম হিট অ্যালবাম ‘স্পেস অডিটি’। ট্র্যাডিশনাল পপ গান নিয়ে অনবরত পরীক্ষা-নিরীক্ষা করেছেন তিনি। ক্যারিয়ারের শীর্ষে পৌঁছে বোওয়ি ঘোষণা করেছিলেন, তার জীবনের স্বরণীয় একটি ঘটনা। তারপর থেকে গে-আইকন হিসেবেই পরিচিত ভক্তদের কাছে।
১২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে