মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ১১:৪৩:৩৩

দেশে জঙ্গিহামলার জবাব দেয়ার সময় হয়েছে : অক্ষয় কুমার

দেশে জঙ্গিহামলার জবাব দেয়ার সময় হয়েছে : অক্ষয় কুমার

বিনােদন ডেস্ক : পাঠানকোটে জঙ্গি হামলার পরই সন্ত্রাস দমনে কড়া পদক্ষেপ নেয়ার ডাক দিয়েছিলেন ভারত-পাকিস্তান৷  তবে এবার সেই সাথে তাল মিলালেন বলিউডের জনপ্রিয় নায়ক অক্ষয় কুমার। আবারও একই কথা শোনা গেল তার মুখে৷ এবার তিনি জানালেন, দেশের তরুণ প্রজন্মও চাইছে যারা ভরতের উপর আক্রমন করেছে ভারতও তাদের প্রতি আক্রমণ করুক৷ ফের এমন বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় অক্ষয় কুমার৷

পাঠানকোট বিমান বাহিনীর ঘাটিতে জঙ্গী হামলার সাথে পাকিস্তান যুক্ত আছে এ কথা প্রথম থেকেই স্পষ্ট হয়েছিল৷ এমন ঘটনায় সারা দেশের তারকারা যখন সমবেদনা জানিয়েছিলেন, ঠিক তখন এমন কড়া কথা শোনা গেলো অক্ষয়ের মুখে৷ নায়ক তার ভেতরের সব ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, যারা দেশে ঢুকে এমন ভাবে আক্রমণ করেছে, তাদেরকেও সে দেশে ঢুকে মারা উচিত৷ আবারও সেই একই সুর শোনা গেল অক্ষয়ের কথায়৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমাদের দেশ সহিষ্ণু ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে৷ আমরা চিরকালই সেই শান্তি বজায় রাখার চেষ্টা করবো। কিন্তু পাঠানকোটে যে ধরনের আক্রমণের ঘটনা ঘটেছে, তাতে মনে হয় এবার জবাব দেওয়ার সময় হয়েছে৷’ এ যে শুধু তার একার কথা নয়, দেশের তরুণ প্রজন্মের ভাবনাও যে এই বিষয়ের উপর রয়েছে, তাও জানান অক্ষয়৷ বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টগুলি দেখলেই বোঝা যায় এই প্রজন্ম কতখানি ব্যক্তিগতভাবে নিয়েছে এই সন্ত্রাসী হামলাকে। তারা এ বিষয়ে কতটা রেগে আছে তাও বোঝা যায়৷ তারাও চাইছে, ভারত এবার প্রতিআক্রমণে নামুক৷’  

সম্প্রতি আগামী ছবির প্রমোশনের জন্য বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গে দেখা করেছেন৷ ছবিতে তিনি যেরকম অ্যাকশন হিরো বাস্তবেও যে তিনি তেমনই আক্রমণাত্মক, আরও একবার তা প্রমাণ করে দিলেন অক্ষয়৷
১২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে