বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী হৃদয় খানের হাত ধরে সংগীতাঙ্গনে পা রেখেছেন ঐশী। ‘ঐশী এক্সপ্রেস’ তার প্রথম অ্যালবাম। এটি প্রকাশের পর রাতারাতি তিনি চলে আসেন লাইম লাইটে।
ওই অ্যালবামে ইমরানের সঙ্গে তার গাওয়া ‘তুমি চোখ মেলে তাকালে’ শিরোনামের গানটি অনেক জনপ্রিয়তা পায়। এরপর ঐশীর কণ্ঠে ‘দিল কি দয়া হয়না’ গানটি মানুষ বেশ পছন্দ করেছে।
নোয়াখালীর মেয়ে ঐশী। এতোদিন ঢাকা-নোয়াখালী যাতায়াতের মধ্য দিয়েই গান করে গেছেন। তবে ২০১৫ সালে এইচএসসি পাশের পর থেকে ঢাকাতেই থেকেছেন বেশিরভাগ সময়। এবার পাকাপাকিভাবে ঢাকায় বসতি গড়লেন তিনি তার পরিবারের সঙ্গে।
কলেজের গণ্ডি পেরিয়ে শুরু করেছেন মেডিকেলে পড়াশোনা। ভর্তি হয়েছেন ‘এমএইচ সমরিতা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল’এ। গত ১১ জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়েছে তার। প্রথমদিন কেমন কাটল ক্লাসে? এমন উত্তরে তিনি জানান, ‘মানুষের শরীর নিয়ে পড়াশোনা। আমি অনেক এক্সসাইটেড। অনেক ভালো লাগছে। মজার ব্যাপার হল আমার সঙ্গে যারা পড়াশোনা করছেন তাদের অনেকেই লাশ দেখে ভয় পাচ্ছে কিন্তু আমার মধ্যে কোন ভীতি কাজ করছে না। সবমিলিয়ে অন্যরকম অনুভূতি।'
নতুন পরিবেশ। আশেপাশে নেই চেনা বন্ধু-বান্ধব। মানিয়ে নিতে পেরেছেন কিনা জানতে চাইলে ঐশী বলেন, ‘তেমন কোন সমস্যা হচ্ছে না। তবে আমার আগের বন্ধুদের অনেক মিস করছি। এখানে প্রথমদিনেই অনেকের সঙ্গে ভাব জমে গেছে। সবার সঙ্গে মিলেমিশেই উপভোগ করছি মেডিকেলের প্রথম দিনগুলো।'
১৩ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন