বিনোদন ডেস্ক : কলকাতার ‘এসকে মুভিজ’ এবং বাংলাদেশের ‘জ্যাজ মাল্টিমিডিয়া’র যৌথ প্রযোজনার ছবি ‘অঙ্গার’। এই ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কলকাতার ওম এবং বাংলাদেশের নবাগতা নায়িকা জলি। আগামী শুক্রবার, ১৫ জানুয়ারি দু'দেশেই মুক্তি পাচ্ছে ছবিটি।
জানা যায়, শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের প্রায় একশ'টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অঙ্গার’। অন্যদিকে, বাংলাদেশেও প্রায় সমান সংখ্যক প্রেক্ষাগৃহেই ছবির মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে ওম এবং জলি অভিনীত চরিত্রের নাম যথাক্রমে বিশু এবং মায়া।
ছবিতে নিজের চরিত্র সম্পর্কে ওম বলেন, ‘গ্রামে দুই ভাইয়ের শত্রুতা নিয়েই মূলত এই ছবির চিত্রনাট্য। দু’টি পরিবারের প্রায় মুখ দেখাদেখি বন্ধ। ছবিতে আমার চরিত্রের নাম বিশু। গরিব এবং পড়াশোনা না জানা একটা ছেলে! ছোটবেলায় বিশুকে একজন রাস্তায় কুড়িয়ে পায়। সেই সহৃদয় ব্যক্তি বিশুকে নিজের বাড়িতেই আশ্রয় দেয়। তারই ভাইয়ের মেয়ের নাম মায়া (জলি)। বড় হয়ে বিশু মায়ার প্রেমে পড়ে। এখান থেকেই ঘটনা শুরু! ‘অঙ্গার’ এমন একটা ছবি যেখানে চরিত্রটাই ম্যাটার করে, অন্য কিছু নয়। বেশ ভাল লেগেছে বিশু চরিত্রটায় অভিনয় করে।’
‘অঙ্গার’এর সাফল্যের ব্যাপারে আশাবাদী ছবির অন্যতম প্রযোজক হিমাংশু ধানুকা। তার কথায়, ‘একই দিনে দু’দেশে ছবিটা মুক্তি পাবে। ছবিতে ওমকে পুরোপুরি নতুন লুক’এ দেখতে পাবেন দর্শক। গ্রামের ছেলে হিসেবে দেখানো হয়েছে ওমকে। বেশ অন্য রকম গল্পটা। ছবিটার মধ্যে দর্শক একটা মাটির টান খুঁজে পাবেন।’ ওমের সঙ্গে পর পর ছবি করছে ‘এসকে মুভিজ’। রহস্যটা কি? হিমাংশুর কথায়, ‘ওর মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ওর স্ক্রিন প্রেজেন্টেসনটাও অসাধারণ। আমি হলফ করে বলতে পারি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওম হল ভবিষ্যতের সুপারস্টার। আমরা ওর সঙ্গে রয়েছি। অনেক অর্থ ওর জন্য বিনিয়োগ করেছি। ভবিষ্যতেও করব!’ এই প্রসঙ্গে ওম বলেন, ‘আমি নিজের কাজ মনে করেই সব সময় যে কোনো কাজ করে থাকি।। তাদের (প্রযোজকের) যদি আমার কাজটা ভাল লাগে, সেটাই আমার সবচেয়ে বড় পাওনা!’
ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন কলকাতার নেহাল দত্ত এবং বাংলাদেশের ওয়াজেদ আলি সুমন। ওম এবং জলি ছাড়াও ‘অঙ্গার’এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আশিস বিদ্যার্থী, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত প্রমুখ। এই প্রথম যৌথ প্রযোজনার কোনও ছবিতে অভিনয় করছেন আশিস বিদ্যার্থী।
১৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই