 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
নতুন বছর উপলক্ষে কলকাতার এক গণমাধ্যমে নিজের সম্পর্কে লিখেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি। সেখানে তিনি বলেন, ‘মা চান আমি বিয়ে করি। আমিও বিয়ে করতে চাই। তবে তার জন্য সময়ের অপেক্ষা। চোখের সামনে এত সম্পর্ক ভাঙতে দেখি! জানি না…।’
তিনি আরো বলেন, ‘এই খারাপ-ভাল মিশিয়ে কেটে গেল বছর। আমি খুশি, আমি সুস্থ আছি। নিজের মতো জীবন কাটাতে পারছি। থালায় খাবার আছে আমার। যদি কাউকে অনিচ্ছায় দুঃখ দিয়ে থাকি, নতুন বছরে চেষ্টা করব সেই দুঃখ না দেয়ার। নতুন বছর এসে দাঁড়ানো মানেই সময় ফুরিয়ে যাওয়া।’
এই মুহূর্তে কোনো প্রেমের সম্পর্কেও জড়িত নন মিমি। দীর্ঘদিন ধরেই একা তিনি। বেশ কয়েক বছর তার সঙ্গী ছিল প্রিয় পোষ্য চিকু। বিদায়ী বছরটিতে তাকেও হারিয়েছেন। এটাই মিমির এ বছরের সবচেয়ে বড় কষ্টের ঘটনা। সামনের দিনগুলোতে যাতে আপনজনকে হারাতে না হয়, সেটা নিয়েই মিমির ভয়। তার ভাষ্য, ‘বছরটা শেষ হয়ে আসছে…একটাই ভয়। আমার কাছের মানুষগুলো যেন হারিয়ে না যায়। ভালবাসার মানুষের বড্ড অভাব যে!’