বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬, ১২:০৪:১৮

জন্মদিনে শব্দদূষণের দায়ে হৃতিকের ২৫ হাজার টাকা জরিমানা!

জন্মদিনে শব্দদূষণের দায়ে হৃতিকের ২৫ হাজার টাকা জরিমানা!

বিনোদন ডেস্ক :  বার্থডে-টা শেষ পর্যন্ত আর হ্যাপি রইল না হৃতিক রোশনের! সারা রাত ধরে পার্টিতে জোরে জোরে গান বাজানো এবং চিৎকার করার জন্য শব্দদূষণের দায়ে পড়তে হল হৃতিক রোশনকে। ১০ জানুয়ারি হৃতিক জন্মদিনের পার্টি দিয়েছিলেন মুম্বাইয়ের এক পাঁচতারকা হোটেলে। ওরলির ফোর সিজনস্-এর ৩৪ তলার রুফটপে চলছিল পার্টি। তার সঙ্গেই সারা রাত ধরে ভেসে আসছিল ডেসিবেলের নিয়মবিধি অতিক্রান্ত করা গান-বাজনা। মাঝে মাঝে শোনা যাচ্ছিল বলিউডের তারাদের উচ্ছাসের শব্দ।

অথচ, বার বার একটু শান্ত হওয়ার আবেদন জানিয়েও লাভ হচ্ছিল না। পুলিশও নীরব দর্শকের ভূমিকা পালন করেই ক্ষান্ত ছিল। তবে, সাধারণ মানুষ তা আর পশ্রয় দেয়নি। যেই দর্শক, তাকে টিকিট কেটে সাধারণ অভিনেতা থেকে সুপারস্টার বানান, তাদেরই একজন ওরলি থানায় অভিযোগ দায়ের করেন ব্যাপারটা নিয়ে। তার নাম আশরফ খান।

আশরফের দাবি, ওই রাতে তিনি যখন কাজ থেকে ফিরছিলেন, তখনই দেখেন লাউডস্পিকারের আওয়াজে কান পাতা যাচ্ছে না। আশরফ তখন হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশকর্মীদের অনুরোধ জানান ব্যাপারটা দেখার জন্য! কিন্তু, তার অনুরোধে কাজ হয়নি। এর পর রাত একটা থেকে ভোর তিনটে পর্যন্ত আশরফ বার বার অভিযোগ জানাতে থাকেন ওরলি থানায়। থানার পক্ষ থেকেও ব্যাপারটা থামানোর কোনও আগ্রহ দেখা যায়নি। শেষ পর্যন্ত কন্ট্রোল রুমে ফোন করায় সেই ঘটনার সমাধান হয়। পুলিশ আসে এবং গানবাজনা থামিয়ে দেয়। সব মিলিয়ে, ২৫০০০ টাকা জরিমানাও দিতে হয় হোটেল কর্তৃপক্ষকে।

তবে, বিষয়টাকে ঠিক এভাবে দেখতে নারাজ হৃতিক রোশনের মুখপাত্র। তার দাবি, আশরফ জোর করে পার্টিতে ঢুকতে চেয়েছিল। বাধা দেওয়ায় সে পার্টি নষ্ট করার জন্য এসব অভিযোগ তুলছে! কিন্তু, এতটা জোরে গান কেন বাজিয়েছিলেন তারা, সেটার সদুত্তর মেলেনি! না হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে, না বলিউডের পক্ষ থেকেও!
১৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে