রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ১২:২৪:২৯

যে কারণে বিমানে উঠতে দেওয়া হলো না সাবেক মিস ইউনিভার্সকে

যে কারণে বিমানে উঠতে দেওয়া হলো না সাবেক মিস ইউনিভার্সকে

বিনোদন ডেস্ক : এত স্বল্প পোশাকে বিমানে উঠতে দেওয়া যাবে না। পরে আসতে হবে ব্লাউজ বা ওই ধরনের কোনো পোশাক। আমেরিকাতে এমন যুক্তি দেখিয়ে বিমানে উঠতে দেওয়া হলো না ২০১২ সালের মিস ইউনিভার্স অলিভিয়া কুলপোকে।

মার্কিন সেলেব্রিটি অলিভিয়া তার বোন ও বয়ফ্রেন্ডের সঙ্গে মেক্সিকো যাচ্ছিলেন। সেই সময়ই আমেরিকান এয়ারলাইন্সের তরফে তাকে বিমানে উঠতে বাধা দেওয়া হয়। জানানো হয়, এভাবে অ'ন্তর্বা'স পরে বিমানে ওঠা যাবে না। পরে আসতে হবে ব্লাউজ জাতীয় কোনো পোশাক।

জনপ্রিয় ওই মডেলের পরনে ছিল কালো ক্রপ টপ, সাইক্লিং শর্ট ও তার সঙ্গে মানানসই লং সোয়েটার। তাকে আ'টকে দেন এক গেট এজেন্ট। তার বোন অরোরা কুলপো নিজের ইনস্টাগ্রামে ঘ'টনাটির ভিডিও শেয়ার করেছেন। তার প্রশ্ন, ‘‘অলিভিয়া আর আমি কাবো সান লুকাস রিসর্টে যাচ্ছিলাম। ওর পোশাকটা একবার দেখুন। ওকে সুন্দর দেখাচ্ছে না? ঠিকঠাক দেখাচ্ছে না?’’

পরে অবশ্য দেখা যায়, বয়ফ্রেন্ডের হু'ডি দিয়ে শরীর ঢে'কে রেখেছেন তিনি। এরপর আর তাকে আ'টকাননি বন্দর কর্মীরা। পরে অলিভিয়া অভিযোগ করেন, তার চেয়েও স্ব'ল্পব'সনারা ওই বিমানে উঠেছিলেন। কিন্তু তাদের বা'ধা দেওয়া হয়নি। কেবল তার ক্ষেত্রেই এতটা নিয়মের বি'ধি আ'রোপ করা হলো।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে