মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২, ০৩:০৫:২৮

নায়িকা রাইমা হত্যার কথা স্বীকার করেছেন তার স্বামী নোবেল

নায়িকা রাইমা হত্যার কথা স্বীকার করেছেন তার স্বামী নোবেল

বিনোদন ডেস্ক : ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তার স্বামী সাখাওয়াত আলী নোবেল। আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছে পুলিশ। রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন হিসেবে রাতে তার স্বামী নোবেল ও গাড়িচালক ফরহাদকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। 

এসময় তাদের কাছ থেকে একটি রক্তমাখা প্রাইভেটকার জব্দ করা হয়। বর্তমানে র‌্যাব ও পুলিশ যৌথভাবে তাদের নিয়ে অভিযান পরিচালনা করছে। রাইমা ইসলাম শিমুকে হত্যার ঘটনায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেলকে দায়ী করেছিলেন শিমুর বড় ভাই শহীদুল ইসলাম খোকন। তিনি বলেন, “আমার বোন জামাই অ্যাডিক্টেড। ... প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাটি হত।”

শিমু রোববার থেকে নিখোঁজ জানিয়ে কলাবাগান থানায় জিডি করেছিলেন নোবেল। পরে সোমবার দুপুরে কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকা থেকে দুটি বস্তায় এক নারীর খণ্ডিত লাশ পাওয়া যায়। মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক জানান, অভিনেত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে