বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। মঙ্গলবার দুপুরে মিটফোর্ড হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করেন ফরেনসিক বিভাগের চিকিৎসকরা।
ফরেনসিক বিভাগের প্রধান ডা.সোহেল মাহমুদ জানান, মৃত ওই নারীর গলায় দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে রশি অথবা এই জাতীয় কিছু দিয়ে পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে ধর্ষিত হয়েছেন কিনা তা জানতে ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে।
প্রসঙ্গত, ঢালিউড অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তার স্বামী নোবেল। আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছে পুলিশ। পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তার স্বামী সাখাওয়াত আলী নোবেল।