বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২, ০১:০৫:৫৩

মান্না শিমুকে আদর করত, আমিও ওকে ভালো জানতাম : কাজী হায়াৎ

মান্না শিমুকে আদর করত, আমিও ওকে ভালো জানতাম : কাজী হায়াৎ

বিনোদন ডেস্ক : ১৯৯৮ সালে বরেণ্য পরিচালক কাজী হায়াতের হাত ধরে চলচ্চিত্রে নাম লেখান রাইমা ইসলাম শিমু। গেলো সোমবার (১৭ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকা থেকে এই অভিনেত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। শিমু হত্যাকাণ্ডের খবর শুনে আঁতকে ওঠেন কাজী হায়াৎ।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘শান্ত মেয়েটাকে কারা এভাবে মারল! আহ্‌হা...। মেয়েটার তো একটা মেয়ে আর একটা ছেলেও ছিল। কী হবে ওদের! এই হত্যাকাণ্ডের সঠিক তথ্য বের হয়ে আসা উচিত। যে বা যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এমন শাস্তি, যাতে আর কোনো দিন কেউ যেন এমন অপরাধের চিন্তাই করতে না পারে।’

কাজী হায়াৎ আরও বলেন, ‘শিমু আমার ছবিতে কাজ করেছিল। মেয়েটা আমার চোখে ভীষণ ভালো ছিল। মান্না ওকে আদর করত, আমিও ওকে ভালো জানতাম। কিন্তু আজ বস্তাবন্দী লাশের কথা শুনে তো বিস্মিত হলাম। খুবই দুঃখজনক। ভীষণ দুঃখজনক। আইনশৃঙ্খলা পরিস্থিতির কি একটু অবনতি ঘটল? নাকি এটা বিচ্ছিন্ন ঘটনা।’

প্রয়াত শিমুকে নিয়ে এই গুণী নির্মাতার ভাষ্য, ‘শিমু একজন শিল্পী। আফটার অল দারুণভাবেই শিল্পীমনা ছিল। তীব্র ইচ্ছা ছিল চলচ্চিত্র এবং শিল্প অঙ্গনে কিছু করার। এই ভাবে বস্তাবন্দী লাশ হওয়া খুব দুঃখজনক। ও (শিমু) যে এভাবে চলে গেল, এটা খুবই দুঃখজনক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে