শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২, ০২:৪০:২৬

মোশাররফ করিম এবার 'গু কাকু'

মোশাররফ করিম এবার 'গু কাকু'

বিনোদন ডেস্ক : ব্রাত্য বসুর ছবি ‘ডিকশনারি’ ও ‘মহানগর’ সিরিজ দিয়ে এপার ওপার দুই বাংলাতেই পান ব্যাপক সাদুবাদ। সাধারণ দর্শক তো বটেই খোদ প্রসেনজিৎ চ্যাটার্জিও বাংলাদেশি অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।

তখনই মোশাররফ জানিয়েছেন টালিগঞ্জের বেশ কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছেন তিনি। তারই একটি ‘গু কাকু: দ্য পটি আংকেল’-এর ঘোষণা এলো আজ। স্যাটায়ারধর্মী ছবিটির গল্প ১৯৯০ দশকের পশ্চিমবাংলার এক মফস্বল শহরকে কেন্দ্র করে। ছবির পরিচালক মণীশ বসু। প্রযোজনা করেছেন ‘ভূতের ভবিষ্যৎ’-এর প্রযোজনা সংস্থা মোজো প্রোডাকশন।

ছবিটি সম্পর্কে মনীশ বসু বলেন, ‘একজন ব্রাত্য, প্রান্তিক মানুষ কীভাবে একটি গোটা জনগোষ্ঠীর জীবনকে তীব্রভাবে প্রভাবিত করে ও শেষমেষ সেই অঞ্চলের অধিবাসীদের জন্য হ্যামিলনের বাঁশিওয়ালা হয়ে ওঠে, সে গল্পই উঠে আসবে ছবিতে।’

ছবিতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এই প্রথম এক ছবিতে দেখা যাবে দুই বাংলার শক্তিমান অভিনেতাকে। এছাড়াও আছেন তনুশ্রী চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ। ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে