শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২, ০২:৪৮:৫৩

নোবেলের সঙ্গে রাইমা শিমুকে হত্যায় ছিল আরেকজন

নোবেলের সঙ্গে রাইমা শিমুকে হত্যায় ছিল আরেকজন

বিনোদন ডেস্ক : রাইমা ইসলাম শিমু হত্যায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেলের সঙ্গে আরেকজন প্রত্যক্ষভাবে ছিলেন। দুই আসামির জবানবন্দিতে ওই ব্যক্তির ব্যাপারে তথ্য পেয়ে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। 

তবে গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত তার পরিচয় জানাননি তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। এদিকে বৃহস্পতিবার ঢাকার নিম্ন আদালতে স্বামী নোবেল ও তার বন্ধু এসএম ওয়াই আব্দুল্লাহ ফরহাদ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল ছিল তাদের তিন দিনের রিমান্ডের দ্বিতীয় দিন।

আদালতের আগে পুলিশের কাছে শ্বাসরোধে হত্যার পর ফরহাদের সহায়তায় লাশ ফেলার বর্ণনা দিয়েছেন নোবেল। সেখানে আরেকজনের সংশ্লিষ্টতার তথ্য মেলে। পাশাপাশি বেশ কিছু বিষয় নিয়ে দেখা দিয়েছে রহস্য। শিমু ও নোবেলের গ্রিন রোডের বাসার সিসিটিভি ফুটেজ দেখেছে পুলিশ। ঘটনার দিন রবিবার সকাল ১০টা ৩ মিনিট থেকে ১০টা ১৭ মিনিট পর্যন্ত ১৪ মিনিটের ফুটেজ সেখানে নেই।

পুলিশের সূত্র জানায়, ওই সময় বিদ্যুৎ ছিল না বলে জানায় বাড়ির লোকজন। তবে পুলিশ আশপাশের বাসা ও বিদ্যুৎ অফিসে খোঁজ নিয়ে জানতে পারে, ওইদিন এলাকায় বিদ্যুৎ যায়নি। এতে তদন্তকারীরা সন্দেহ করছেন, পরিকল্পিতভাবেই ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই সময় তৃতীয় ব্যক্তি চলে যায় এবং শিমুর লাশ বাসা থেকে বের করা হয়।
 
ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার বলেন, ‘আজ (গতকাল) শিমুর স্বামী নোবেল ও তার বন্ধু ফরহাদ হত্যার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। তদন্তে কিছু বিষয় এসেছে। এগুলো বলা যাবে না। এগুলো নিয়ে কাজ চলছে।’

কেরানীগঞ্জ মডেল থানার এসআই, মামলার তদন্ত কর্মকর্তা চুন্নু মিয়া বলেন, গতকাল রিমান্ডের দ্বিতীয় দিনে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শিমুকে হত্যায় নোবেলের সঙ্গে তার আরেক সহযোগী ছিল বলে আমরা জানতে পেরেছি। তবে তদন্তের স্বার্থে এখনই তার নাম বলতে পারছি না। বাসার ১৪ মিনিটের ভিডিওর ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে