শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২, ০২:৫৭:০৬

শিমুর হত্যার পর সকালে নোবেল-ফরহাদ কি করেছিল? জানালেন বাসার দারোয়ান

শিমুর হত্যার পর সকালে নোবেল-ফরহাদ কি করেছিল? জানালেন বাসার দারোয়ান

বিনোদন ডেস্ক : রাইমা ইসলাম শিমু হত্যায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেলের সঙ্গে আরেকজন প্রত্যক্ষভাবে ছিলেন। দুই আসামির জবানবন্দিতে ওই ব্যক্তির ব্যাপারে তথ্য পেয়ে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত তার পরিচয় জানাননি তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। 

এদিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নোবেল স্বীকার করেন, রবিবার সকাল ৭টা-৮টার দিকে তিনি শিমুকে গলা টিপে হত্যা করেন। এরপর বন্ধু ফরহাদকে মোবাইল ফোনে কল করে ডেকে নেন। পরে ফরহাদ ও নোবেল পরিকল্পনা করে বাইরে থেকে বস্তা এনে শিমুর লাশ লম্বালম্বিভাবে দুটি পাটের বস্তায় ভরে প্লাস্টিকের সুতা দিয়ে সেলাই করেন। এরপর চালাকি করে বাড়ির দারোয়ানকে সকালে নাশতা আনতে বাইরে পাঠিয়ে নিজের ব্যক্তিগত গাড়ির পেছনের আসনে শিমুর লাশ নিয়ে বাসা থেকে বেরিয়ে যান।

শিমু ও নোবেলের গ্রিন রোডের বাসার দারোয়ান মো. তারিক বলেন, নোবেলের বন্ধু ফরহাদ প্রায়ই তাদের বাসায় আসতেন। শনিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত ফরহাদ ও নোবেলকে তিনি বাসার নিচে গ্যারেজে বিলিয়ার্ড খেলতে দেখেছেন। রবিবার সকাল ১০টায় লিফটের সামনে দাঁড়িয়ে তাকে ডেকে পাশের দোকান থেকে নাস্তা নিয়ে আসতে বলেন নোবেল। তখন ফরহাদকে সেখানে দেখা যায়নি। কিন্তু ১০ মিনিটের মধ্যে নাস্তা নিয়ে ফেরার পর গ্যারেজে ফরহাদকে দেখতে পান তারিক। নোবেল নিজেই গাড়িটি চালিয়ে বের হয়ে যান। পাশের সিটে ছিলেন ফরহাদ। বিকেল ৩টার দিকে তারা দুজনই গাড়ি নিয়ে বাসায় আসেন। সন্ধ্যার দিকে আবার বের হন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে