শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২, ০৫:৫৮:৪০

শিমু আমার দেশি বোন, পুরো বিষয়টি নিয়ে নোংরামি হচ্ছে : জায়েদ খান

শিমু আমার দেশি বোন, পুরো বিষয়টি নিয়ে নোংরামি হচ্ছে : জায়েদ খান

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ও নায়িকা রাইমা ইসলাম শিমু হত্যার বিষয়টি নিয়ে আপাতত বেশ উত্তপ্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের সঙ্গে একাধিকবার দ্বন্দ্বেও জড়িয়েছেন শিমু। আর সেটাকে ইস্যু করা হচ্ছে বলে দাবি জায়েদের।

গতকাল বুধবার রাতে জায়েদ খান বলেন, ‘দুদিন আগে শিমুর ভাই (খোকন) এফডিসিতে আসেন। এসেই আমাকে বলেন, তার বোনকে পাওয়া যাচ্ছে না। শিমু আমার দেশি বোন। আমি দ্রুত কলাবাগান থানায় ফোন দেই। কর্মকর্তাকে বিষয়টি দেখার জন্য বলি। কলাবাগান থানার সেই কর্মকর্তা আমার ঘনিষ্ঠজন। এরপর খোকন আমাকে জানায়, বস্তবন্দি লাশের কথা। তখন থেকেই আমি দৌড়ঝাঁপ করছি।’

এরপর থেকেই তার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেন জায়েদ। তার ভাষ্য, ‘খোকনকে নানা ধরনের সহযোগীতা করে সমিতির একটি কাজ শেষ করে বাসায় ফিরেছি, তখন ফোন আসা শুরু হয়। একজন বলেন, “তুমি নাকি শিমুকে খুন করেছ, বাসায় ছিলে” এগুলো দিয়ে নানা কথা টিভিতে প্রচার হচ্ছে। এর মধ্যে প্রশাসন থেকে ফোন আসে। 

প্রশাসন বলে, “আমি যেন সাবধানে থাকি। আসল অপরাধী আড়ালে চলে যাবে”- এমন সব তথ্য। এর মধ্যে আরও একটা ঘটনা ঘটে। “শিমু হত্যায় জায়েদ খানের বিচার চাই” লিখে ব্যানার বানাতে দেওয়া হয়েছে। এতে আমার ছবি ব্যবহার করা হয়েছে দেখে একজন আমাকে বিষয়টি জানান। এখন আপনারাই বলেন, আমি যদি শিমুকে উদ্ধারে তার ভাইয়ের সঙ্গে না থাকতাম তাহলে আমি কোথায় যেতাম? নিশ্চয়ই এতক্ষণে গ্রেপ্তার করা হতো!’

জায়েদ অভিযোগ করে বলেন, ‘শিমুর ভাইকেও কয়েকজন প্রভাবিত করার চেষ্টা করেছেন। বলেছেন, “তুমি সন্দেহ করে খালি জায়েদের নাম বলো”। খোকন ভাই-ই আমাকে তাদের নাম বলেছেন। পুরো বিষয়টি নিয়ে নোংরামি করা হচ্ছে।’ জায়েদ জানান, ‌শিমুর সঙ্গে তাকে জড়িয়ে কয়েকভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে গত ৪৮ ঘণ্টায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে