বিনোদন ডেস্ক : ভারতের পাঞ্জাবের জীবন্ত কিংবদন্তি কুস্তিগীর মহাবীর সংয়ের জীবনী নিয়ে নির্মত হচ্ছে ‘দঙ্গল’। এই সিনেমায় অভিনয় করছেন বলিউডের পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। এই মুহর্তে তিনি শুটিংয়ের দলবল নিয়ে অবস্থান করছেন পাঞ্জাবের লুধিয়ানা রাজ্যে। ছবিটির কাজ জোর গতিতে এগিয়ে যাচ্ছে। শুটিং ছেড়ে বাহির হওয়ার মতো সময় নেই। কিন্তু তাই বলে শুটিংয়ে ব্যস্থাতার জন্য সংক্রান্তি পালন করা হবে না তা কি করে হয়। আর তাই পুরো শুটিং ইউনিট নিয়ে মকর সংক্রান্তিতে ঘুড়ি উড়ানো নিয়ে ব্যস্থ হয়েছে পড়েন আমির খান!
কুস্তিগীর মহাবীর সিংয়ের চরিত্রে এবার ‘দঙ্গল’ ছবি তে দেখা যাবে আমিরকে। ছবিটির শুটিংয়ে লুধিয়ানায় অবস্থান করছেন আমির। আর সেখানেই মকর সংক্রান্তি পালন করলেন শুটিংয়ের লোকজন নিয়ে। পুরনো বাড়ির ছাদে এসময় তাকে পায়জামা ও কাবুলি পাঞ্জাবি পরিহিত অবস্থায় ঘুড়ি উড়তে দেখা গেছে।
উল্লেখ্য, মকর সংক্রান্তি উৎসবটি উপমহাদেশের অন্যতম সংস্কৃতি উৎসব। সাধারণত বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়ে থাকে। এই দিন বিভিন্ন ধরণের অনুষ্ঠানের আয়োজন কর হয়ে থাকে। তার মধ্যে ঘুড়ি উড়ানো উৎসবটি অন্যতম। এই উৎসবটি ‘উত্তরায়ণ সংক্রান্তি’ নামেও পরিচিত। তবে এই উৎসবে নানান রকমের পিঠা এবং নাড়ু তৈরি করা হয়ে থাকে। শুধু ভারতীয়রাই নয়, প্রাচীন এই উৎসবের একটি রূপ অদ্যাবধি পিঠেপার্বণের আকারে বাঙালি হিন্দু সমাজে প্রচলিত আছে।
১৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই