রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২, ০৯:৪৪:০৯

মেয়ে দীঘির কাছে যা চাইলেন বাবা সুব্রত

মেয়ে দীঘির কাছে যা চাইলেন বাবা সুব্রত

বিনোদন ডেস্ক : সেই শিশুশিল্পী থেকে শুরু করে আজ অবধি প্রার্থনা ফারদিন দীঘি নিজের অবস্থান ধরে রাখতে সমর্থ হয়েছেন নিজের অভিনয় গুণ দিয়ে। ছোট বেলা থেকে একের পর এক ছবিতে অভিনয় করে সবাইকে তাক লাগিয়েছেন। এখন পর্যন্ত প্রায় ১৮টি ছবিতে অভিনয় করেছেন এই গুণী শিল্পী। এবারই প্রথম চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হয়েছেন দীঘি। আর কিছুদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পী সমিতির নির্বাচন। সুতরাং এবারই প্রথম ভোট দেবেন এই তরুণ নায়িকা।

এদিকে প্রথমবার ভোটার হয়ে ভীষণ উচ্ছ্বসিত দীঘি। তিনি বলেন, ‘এবার নিজে ভোট দিতে পারবো এ কারণে আমি খুবই এক্সাইটেড। এর আগে হয়তো চাইলে ভোটার হতে পারতাম। কিন্তু বাবা কেন জানি আমাকে সদস্য করেনি। বাবা সবসময় বলতেন, আস্তে ধীরে ভোটার হওয়া যাবে।’

দীঘির বাবা অভিনেতা সুব্রত বরাবরই শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে আসছেন। এ বছর তিনি মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন। বাবার জয় নিয়ে শতভাগ আশাবাদী দীঘি।

তিনি বলেন, ‘বাবাকে আমি কখনও নির্বাচনে হারতে দেখিনি। তিনি সবসময় তার কর্মগুণে জয়ী হয়েছেন। আমি মনে করি আমার ভোট চাওয়ার জন্য বাবা জিতে যায় এমনটা নয়। তিনি সকলের পছন্দের মানুষ। তাকে আপন মনে করে প্রতিবার সবাই ভোট দেয়।’

আজ রবিবার ২৩ জানুয়ারি বিকালে অনুষ্ঠিত হয়েছে মিশা-জায়েদ প্যানেলের পরিচিতি। সেখানেই হাজির হন দীঘি। এক পর্যায়ে সাংবাদিকদের মুখোমুখি হন এই তরুণী। তখন তার বাবা আনুষ্ঠানিকভাবে মেয়ের কাছে ভোট চান।

এ সময় সুব্রত বলেন, ‘প্রার্থনা ফারদিন দীঘি, তুমি এবার প্রথম ভোটার হয়েছো। তুমি জানো যে সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত দাঁড়িয়েছে। সে তোমার কী হয়, তা জানার দরকার নেই। তুমি এবার প্রথম ভোটার হিসেবে সুব্রতকে তোমার ভোট প্রদান করবে। এটাই আমি মনেপ্রাণে কামনা করি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে