বিনোদন ডেস্ক : এতদিন মাদাম তুসোয় ছিল বলিউড অভিনেতাদের ভিড়। এবার সেই দলে এমন এক বলিউড ব্যক্তি যোগ দিতে চলেছেন যিনি অভিনেতা নন, একজন প্লেব্যাক সিঙ্গার এবং কম্পোজার। মাদাম তুসো ওয়াক্স মিউজিয়ামে মোমের মূর্তি হচ্ছে গায়ক সনু নিগমের। তবে এর আগে মাদাম তুসোরে স্থান পেয়েছে অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, কারিনা, কাপুর, ক্যাটরিনা কাইফ, শাহরুখ খান, সালমান খান, হৃতিক রোশন ও মাধুরী দীক্ষিত।
মাদাম তুসোয় একে একে ভিড় বাড়িয়েছে বলিউড তারকাদের মোমের মূর্তি। মূর্তি উন্মোচন করতে গিয়ে অনেকা তারকারই নিজের বাস্তব চেহারার সঙ্গেই যে গুলিয়ে ফেলেছেন মূর্তিকে। এবার প্রথম এমন কারও মূর্তি মাদাম তুসোয় জায়গা পাচ্ছে যিনি কোনও বলি অভিনেতা নন। 'আব মুঝে রাত দিন', 'দিওয়ানা তেরা'-র মতো একাধিক মিষ্টি রোম্যান্টিক গানের গায়ক ও সুরকার সনু নিগম।
সনুর ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, 'ডিসেম্বরে সনুর সঙ্গে এ ব্যাপারে কথা বলা হয়েছে। এক মাসের মধ্যে লুক আর মাপজোক করা হবে বলে আশা করা হচ্ছে। এ ব্যাপারে নজর দেওয়ার আগে নিজের পরবর্তী অ্যালবামের কাজ শেষ করে নিতে চাইছেন সনু নিগম।'
১৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই