বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬, ১০:৩৭:৪৭

হ্যারি পটারের সেই প্রফেসর আর নেই

হ্যারি পটারের সেই প্রফেসর আর নেই

বিনোদন ডেস্ক : ব্রিটিশ অভিনেতা অ্যালান রিকম্যান আর নেই! হ্যারি পটারে প্রফেসর সেভেরাস স্ন্যাপ চরিত্রটির জন্যই তিনি অতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।  ব্রিটিশ এই অভিনেতা বহুদিন থেকেই ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তার জন্ম লন্ডনে। তিনি থিয়েটার দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তার পর বেশ কিছু টিভি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেন।

‘স্মাইলি’স পিপল’–এ অভিনয়ের জন্য দারুণ জনপ্রিয় হয়েছিলেন অ্যালান। ডাই হার্ড-এর খলনায়ক 'হ্যান্স গ্রুবার'-এর চরিত্রে সিনেমাতে আত্মপ্রকাশ অ্যালান রিকম্যানের। ১৯৮৮ সালে মুক্তি পাওয়া এই ছবির নায়ক ছিলেন ব্রুস উইলিস। নির্দেশক হিসেবে তার প্রথম ছবি 'দ্য উইন্টার গেস্ট'।

‘রবিন হুড, প্রিন্স অফ থিবস’ ছবিতে অভিনয়ের জন্য বাফতা পুরস্কার পান। তার অভিনীত ভিলেনের চরিত্রগুলোই বেশি পছন্দ করেছেন দর্শকরা। ২০০৭ সালে ‘সুইনি টড’ ছবিতে জনি ডেপের বিপরীতে টারপিনের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন অ্যালান।
১৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে