বিনোদন ডেস্ক : অনেকদিন পর সারাদেশে আলোচনার ঝড় তুলে এবারের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। প্রথমবারের মতো এবারের নির্বাচনে অংশ নিয়ে দারুণ কাঁপিয়ে দেন পুরো চলচ্চিত্র জগৎ। শক্তিশালী জায়েদ খানের বিপক্ষে নিজে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রকাশ করতে সমর্থ হন।
এই নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন জিতলেও জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরে গেছেন নিপুণ। তিনি ভোট পেয়েছেন ১৬৩টি। বিজয়ী প্রার্থী জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট।
কিন্তু ভক্ত-সমর্থক থেকে শুরু করে চলচ্চিত্র পাড়ার সবার প্রশংসায় ভাসছেন নিপুণ। অনেকেই বলছেন, হেরেও জিতে গেছেন এই চিত্রনায়িকা। কারণ, তিনি এবারের শিল্পী সমিতির নির্বাচনটা পুরোপুরি জমিয়ে দিয়েছিলেন। ইলিয়াস কাঞ্চনসহ পুরো প্যানেলকে সাজাতে তার অগ্রণী ভূমিকা নজর কেড়েছে সবার। নিপুণের সাংগঠনিক দক্ষতা প্রশংসা পাচ্ছে শিল্পী সমাজে। আগামীতে তিনি যে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত, এবারের নির্বাচন যেন সেই বার্তাই দিয়ে গেল। এযেন হেরেও জিতে গেলেন নায়িকা নিপুণ!