শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০১:০১:৪২

‘দেশের মান বাঁচাতে হবে, স্ত্রীকে বোঝান আমির খান’

‘দেশের মান বাঁচাতে হবে, স্ত্রীকে বোঝান আমির খান’

বিনোদন ডেস্ক : ফের অসহিষ্ণুতা নিয়ে এবার আমির খানকে কটাক্ষ করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শ্রী রাম মাধব। তিনি বলেন, শুধুমাত্র অটোচালককে দেশের মর্যাদা বোঝালেই চলবে না, তার স্ত্রীকেও তা বোঝাতে হবে।

দিল্লি ইউনিভর্সিটির এসজিবিটি কলেজে একটি অনুষ্ঠানে ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, সীমান্তে দেশের নিরাপত্তা নিয়ে কোনও আপোশ করবে না সরকার। আত্মমর্যাদার ক্ষেত্রেও একই কথা বলেন তিনি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় আমিরকে। তিনি বলেন, এদেশে নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি। তার স্ত্রী তাকে এদেশ ছেড়ে অন্যত্র যাওয়ার পরামর্শ দিয়েছেন। এই মন্তব্যের জেরে নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে।

এই প্রসঙ্গেই আমিরকে কটাক্ষ করেছেন রাম মাধব। কংগ্রেস সরকারের সময় ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র অ্যাম্বাসাডর ছিলেন আমির খান। তারই প্রচারে একটি বিজ্ঞাপনে এক অটো চালককে দেশের মর্যাদার ব্যাপারে সচেতন করতে দেখা গিয়েছে আমির খানকে। সেই নিয়েই আমিরকে কটাক্ষ করে রাম মাধব বলেন, শুধু অটোওয়ালাকে বোঝালেই হবে না। একই কথা স্ত্রীকে বোঝাতে হবে।

অবশ্য এই বিতর্কিত মন্তব্যের পর ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র অ্যাম্বাসাডর পদ থেকে সরানো হয় তাকে।

ওই অনুষ্ঠানে পুরস্কার ফিরিয়ে দেওয়ার প্রথারও বিরোধিতা করেন মাধব। তিনি বলেন, প্রত্যেকেরই দেশকে সম্মান করা উচিত। দেশের নিরাপত্তার জন্য আমরা উত্সর্গীকৃত। প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখলেও নিরাপত্তার ক্ষেত্রে কোনও আপোশ নয়।

১৫ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে