বিনোদন ডেস্ক : গতকাল রাতে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। এদিকে আজ লাইভে এসে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবসায়ী আবু মহসিন খানের আত্মহত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ সব ধরনের অনলাইন প্লাটফর্ম থেকে অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত এ আদেশ দেন।
বিটিআরসিরকে আগামী বুধবারের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া এই ভিডিও যে কোনো ধরনের ইলেকট্রনিক মাধ্যম থেকে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।