বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২২, ০৩:৫৮:১১

ভেঙে পড়েছেন নায়ক রিয়াজ, কাঁদতে কাঁদতে যা বললেন

ভেঙে পড়েছেন নায়ক রিয়াজ, কাঁদতে কাঁদতে যা বললেন

বিনোদন ডেস্ক: গতকাল বুধবার রাতে ফেসবুক লাইভে এসে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন চলচ্চিত্র নায়ক রিয়াজের শ্বশুর ও ব্যবসায়ী আবু মহসিন খান (৫৮)। আর হঠাৎ শ্বশুরের এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন রিয়াজ।

ধানমন্ডির বাসা থেকে আবু মহসিন খানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেওয়া হয়। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সেখানে যান রিয়াজ। মর্গ থেকে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন তিনি।

এ সময় কান্নাজড়িত কণ্ঠে রিয়াজ বলেন, 'আপনারা আমার বাবার (শ্বশুর) জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাকে মাফ করে দেন। বেহেশত নসিব করেন। এর বাইরে আমি আর কিছু বলতে পারছি না।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে