বিনোদন ডেস্ক : পারভিন সুলতানা দিতি আশির দশকের শেষের দিক আর নব্বইয়ের শুরুতে ঢাকাইয়া সিনেমার শুধু পরিচিত মুখই ছিলেন না; বলা চলে ঢালিউড সে সময় শাবানা ও দিতির উপর নির্ভর ছিল।
কিংবদন্তি এই অভিনেত্রী এ মুহূর্তে কাউকেই চিনতে পারছেন না। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন চিত্রনায়িকা দিতি। তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে, হাসপাতালে তাকে দেখতে যাওয়া দীর্ঘদিনের সহকর্মীদেরও চিনতে পারছেন না তিনি।
সম্প্রতি এ চিত্রনায়িকাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিনেত্রী ববিতা, শাবনাজ, ডলি জহুর ও রিচি সোলায়মান। তাদেরও চিনতে পারেননি দিতি। কথাবার্তা বলেছেন বটে; কিন্তু তার সবটাই ছিল অগোছালো।
হাসপাতাল সূত্রে জানা যায়, দিতির মস্তিষ্কে প্রচুর পরিমাণ পানি জমা হচ্ছে। সেগুলো সরানোর চেষ্টা করছেন ডাক্তাররা। কিন্তু কোনো সুখবর দিতে পারছেন না তারা। কথা বলতে পারছেন ঠিকই; কিন্তু সেসব কথার কোনো সংলগ্নতা নেই।
ধীরে ধীরে তার স্মৃতিশক্তিও লোপ পাচ্ছে। শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। তাকে সর্বোচ্চ কেয়ারে রাখা হয়েছে। দিতির মেয়ে লামিয়া তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সূত্রের খবর, ঢাকায় ফেরার পর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি নিবির পর্যবেক্ষণে রয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পারভিন সুলতানা দিতির শারীরিক অবস্থার সংকটাপন্ন।
অসুস্থ হওয়ার আগে দিতি দুটি নতুন ধারাবাহিক নাটকে কাজ করছিলেন। একটি ‘লাইফ ইন এ মেট্রো’ এবং অন্যটি ‘মেঘে ঢাকা শহর’। পাশাপাশি তিনি বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা বাবু’ ছবির কাজও করছিলেন।
১৫ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি