শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৪:৫৯:৪১

বন্ধ হয়ে যাচ্ছে কপিলের কমেডি নাইটস!

বন্ধ হয়ে যাচ্ছে কপিলের কমেডি নাইটস!

বিনোদন ডেস্ক : বন্ধ হচ্ছে কপিল শর্মার সঞ্চালনায় জনপ্রিয় কমেডি শো 'কমেডি নাইটস উইথ কাপিল’। তারকাদের ছবির প্রচার চালানোর অন্যতম এই প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন শাহরুখ খান থেকে শুরু করে আলিয়া ভাটসহ অনেক তারকা।

প্রত্যেক রোববার রাতে ঘণ্টা দেড়েক প্রাণ খুলে হাসায় এবার যবনিকা পড়তে চলেছে৷ শেষ হয়ে যাচ্ছে জনপ্রিয় টিভি শো 'কমেডি নাইটস উইথ কপিল৷' ১৭ জানুয়ারি এই জনপ্রিয় শো-টির শেষ পর্ব বলে খবর৷
প্রতি রোববার রাত ১০ টায় গুথ্থি, পলক, দাদি, রাজু, বিট্টু শর্মাদের হাস্যকৌতুক দেখাটা একপ্রকার অভ্যেসেই পরিণত হয়েছিল৷

শুধু ভারত নয়, গোটা বিশ্বে এর জনপ্রিয়তা নতুন মাত্রা ছুঁয়েছিল৷ কমেডি নাইট বন্ধ হতে চলায় সাধারণ মানুষের পাশাপাশি মন খারাপ বলিউড সুপারস্টারদেরও৷ কপিলের প্রশংসা করে শাহরুখ খান বলছেন, "ও অত্যন্ত প্রতিভাবান কমেডিয়ান৷ পাশাপাশি 'কিস কিস কো প্যায় করুঁ' ছবিতেও ও ভাল কাজ করেছে৷ আশা করি, খুব তাড়াতাড়ি আবার কোনও একটা শো নিয়ে হাজির হবে, যাতে আমরা সবাই এনজয় করতে পারি৷" কপিলের ভবিষ্যতের জন্য শুভ কামনা করেছেন ফারহান আখতারও৷

ঐশ্বরিয়া রায় বচ্চন থেকে সালমান খান, যুবরাজ সিং থেকে সানিয়া মির্জা সিনেমা ও ক্রীড়াজগতের তারকারা কপিলের শো-তে এসে মন খুলে হেসেছেন৷ কেউ এসেছেন ছবির প্রচারের জন্য তো কেউ আবার শুধুমাত্র শো-কে ভালবেসে৷ বলি ডিভা আলিয়া ভাট খবরটা পেয়ে তো প্রথমে বিশ্বাসই করতে চাননি৷

"যাঃ! সত্যিই? কমেডি নাইট ছাড়া ছবির প্রচার যেন কেমন ফিকে হয়ে যাবে৷ সবসময় অপেক্ষা করে থাকতাম কখন ছবি প্রচারের জন্য ওর শো-তে গিয়ে মজা করবো আর হাসবো," প্রতিক্রিয়া আলিয়ার৷ তবে সকলেরই আশা কপিল হারিয়ে যাবেন না৷ কোনও না কোনওভাবে মানুষকে 'লাফ ডোজ' তিনি দিতেই থাকবেন৷

সিদ্ধার্থ মালহোত্রা বলেন, "আমি শুনেছি তিনি ফিরবেন। সুতরাং এটি একটি ছোট্ট বিরতি ছাড়া কিছুই নয়। লোক হাসানো খুবই কঠিন কাজ, আর আমার মনে হয় তিনি আমাদের দেশের সবচেয়ে ভালো কৌতুকাভিনেতা। আমি অপেক্ষা করছি তার ফিরে আসার।"

সূত্রের খবর, চ্যানেল কর্তৃপক্ষের ওপর চটেছেন কপিল। একই ধরনের আরেকটি অনুষ্ঠানকে চ্যানেলটিতে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে গুঞ্জন উঠেছে, অন্য একটি চ্যানেলে অনুষ্ঠানটি নিয়ে শিগগিরই ফিরছেন কপিল।

১৫ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে