শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ১০:০৯:২০

অস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন পেলো ৮ সিনেমা

অস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন পেলো ৮ সিনেমা

বিনোদন ডেস্ক: ৮৮তম অস্কারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। প্রায় একমাস ধরে যাচাই-বাচাই করে বৃহস্পতিবার এ বছর অস্কার বিজয়ের জন্য ৮টি সিনেমাকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। সিনেমাগুলো হলো- ‘দ্য বিগ শর্ট’, ‘ব্রিজ অব স্পাইস’, ‘ব্রুকলিন’, ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’, ‘দ্য মার্শিয়ান’, ‘দ্য রেভিন্যান্ট’, ‘রুম’ এবং ‘স্পটলাইট’।

ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে তালিকা ঘোষণা করেন অস্কারজয়ী নির্মাতা অ্যাঙ লি, অস্কার মনোনীত বিখ্যাত পরিচালক গুইলারমো দেল তোরো, এমি পুরস্কারজয়ী অভিনেতা জন ক্র্যাসিনস্কি ও অ্যাকাডেমি সভাপতি শেরিল বুন ইসাকস।

প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা চলচ্চিত্র নির্মাতা, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান।
১৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে