সোমবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২২, ০২:৩৭:৩৯

খুশি হয়ে যে বার্তা দিলেন জায়েদ খান

খুশি হয়ে যে বার্তা দিলেন জায়েদ খান

বিনোদন ডেস্ক : অবশেষে আদালত পর্যন্ত গড়াল এবারের শিল্পী সমিতির নির্বাচন। শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থীতা বাতিল ও নিপুণকে বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্ত স্থগিতের পর জায়েদ খান বলেছেন, ‘আদালতে ন্যায়বিচার পেয়েছি’।

আজ সোমবার আদালতের সিদ্ধান্তের পর তিনি খুশি হয়ে এই কথা বলেন। জায়েদ খান মুঠোফোনে বলেন, আমি রায় পেয়েছি আপিল বোর্ড অবৈধ বলা হয়েছে। আমিই  জয়ী সাধারণ সম্পাদক।

প্রমাণ হলো যে, আমি ন্যায়বিচার পেয়েছি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদ খান বলেন, ‘মহামান্য হাইকোর্টকে ধন্যবাদ। আদালত বলেছেন, আমার কাজে কোনো বাধা নেই। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। বাংলাদেশের বিচার বিভাগ যে স্বাধীন, তা ফের প্রমাণ হলো। আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে। ’

এর আগে গতকাল রবিবার জায়েদ খান বলেন, 'আমি এখনো সাধারণ সদস্যদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক। এফডিসিতে বহিরাগত ছেলেদের নিয়ে এসে গায়ের জোরে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন নিপুণ, এ কারণে আমি আইনি প্রক্রিয়ায় এগোচ্ছি। ১৭৬ জন ভোটার আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছে। এর সম্মান আমাকে রাখতেই হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে