শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ১০:২৫:৫৭

‘প্রেমটা তাহলে করবো কখন!’

‘প্রেমটা তাহলে করবো কখন!’

বিনোদন ডেস্ক: দর্শকপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমু। টিভি নাটকের সঙ্গে দীর্ঘদিনের পথচলা তার। পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে হিমুর। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন তিনি। তার সাক্ষাতকারটি নিয়েছেন মারুফ কিবরিয়া। দৈনিক মানবজমিনকে দেয়া তার একান্ত সাক্ষাতকারটি নিচে তুলে ধরা হলো

কেমন আছেন? কেমন যাচ্ছে সব?
আলহামদুলিল্লাহ, ভালো আছি।  শুটিংয়ের কাজ নিয়ে ব্যস্ততা যাচ্ছে। তাছাড়া সবমিলিয়ে ভালোই কাটছে সময়।

এখন কি কি নাটকের কাজ চলছে?
চারটি ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। এর মধ্যে রয়েছে এশিয়ান টিভির ‘ছন্নছাড়া’, চ্যানেল আইয়ের ‘প্রাণ কোকিলা’, বিটিভির ‘বাদশা স্যারের বিবাহ’ ও ‘এটিএন বাংলার ‘ডিবি’।

রেসপন্স পাচ্ছেন কেমন?
বছর দুয়েক আগেও একসঙ্গে ডজনখানেক নাটকের কাজ ছিল । এখন সে তুলনায় কম ব্যস্ততা। আমি নিজেই কাজ কমিয়ে করছি । কারণ ভালো গল্পের দিকে নজর দিই। কাজ করলেই তো হয় না। দর্শকেরও ভালো লাগার ব্যাপার থাকে। এখন যে কাজগুলো চলছে প্রতিটিরই গল্প ভালো। দর্শক রেসপন্সটাও আশানুরূপ পাচ্ছি।

খ- নাটকের কাজ কমিয়ে করছেন কেন?
সাধারণত খ- নাটক তো বিশেষ দিনেই বেশি প্রচার হচ্ছে। বিশেষত ঈদ আসলে খ- নাটকের কাজ বাড়ে। এখন করছি না যে তা নয়। টুকটাক তো চলছেই।

ছোটবেলায় মঞ্চের সঙ্গে জড়িয়ে ছিলেন। মঞ্চে কি কাজ করতে ইচ্ছা হয় না এখন?
একটা সময়ে এসে টিভি মাধ্যমে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে ইচ্ছা থাকা সত্ত্বেও  মঞ্চে যাওয়া হয় না। মাঝে মাঝে খুব ইচ্ছা করে সে মাধ্যমটিতে কাজ করতে। কিন্তু বাস্তবতা খুব কঠিন। চাইলেও সব করা যায় না।

চলচ্চিত্রেও অভিনয় করেছেন। নতুন কোনো ছবিতে কাজ করছেন?
আপাতত না। টিভি নাটকের শুটিংয়েই ব্যস্ত থাকি। যে কারণে সময়ও হয় না। আর কারও সঙ্গে সেভাবে কথাবার্তাও হয় না। তাই আপাতত এ মাধ্যমটিতে কাজ নেই।

এখনকার নাটক নিয়ে আপনার মূল্যায়ন কি?
আসলে জানি না আমি এ বিষয়ে মন্তব্য করার মতো উপযুক্ত কতটুকু। তবুও বলছি, আমাদের এ শিল্পের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ভালো গল্প নেই। টিভি নাটকে একসময় যেমন দারুণ সব গল্প দেখতেন সবাই এখন সেটা নেই বললেই চলে। যে কারণে নাটকের মান দিনদিন কমে যাচ্ছে। আমাদের দেশে অন্য সব পণ্য চাহিদার সঙ্গে সঙ্গে মান ও দাম দুটোই বাড়ে। কিন্তু নাটকের ক্ষেত্রে সেটা একদমই আলাদা।

শুটিংয়ের বাইরের সময়টা কেমন কাটে?
আমি শুটিং শেষ তো বাসায় চলে আসি। বাইরের কোনো কাজ রাখি না। খুব দরকার ছাড়া। বাসার মানুষদের সময় দিই। ঘরে এসে নিজের কাজগুলো সামলে নিই।

বিয়ে নিয়ে কি ভাবছেন?
আনুষ্ঠানিকভাবে না হলেও মনে মনে ভালো একজন পাত্র খুঁজছি। আসলে বিয়েটা তো খেলার জিনিস নয়। আজ বললাম আর করে ফেললাম। মনের মতো একজনকে পেতে হবে। যার সঙ্গে সারাটা জীবন কাটাবো তাকে তো অবশ্যই ভালো হতে হবে।
প্রেম করেও তো বিয়ে করতে পারেন...
প্রেম করার জন্য সময় দেয়া লাগবে। আমার তো সেই সময় নেই। শুটিংয়ের কাজ আর বাসার কাজ। এই নিয়েই তো পুরোটা সময় চলে যায়। তাহলে প্রেমটা করবো কখন! আর সে বিষয়ে তেমন কোনো আগ্রহও নেই।

ভবিষ্যৎ পরিকল্পনা কি?
খুব বেশি পরিকল্পনা করে পথ চলি না। নাটকের সঙ্গে থাকবো। ভালো কোন গল্প ও চরিত্র পেলে চলচ্চিত্রেও কাজ করবো। আর আমার কাজ দিয়ে মিডিয়াতে আরও ভালো একটি অবস্থানে নিয়ে যেতে চাই।

সবমিলিয়ে ব্যক্তিজীবন কেমন কাটছে?
অনেক ভালো। বলতে পারেন আমি বিন্দাস আছি। সবার দোয়ায় এই ভালো থাকাটাকে সঙ্গী করে নিতে চাই।
১৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে