শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২, ০৮:৩৬:৪৫

অনন্ত-বর্ষার টাকায় নবনির্মিত মসজিদের উদ্বোধন

অনন্ত-বর্ষার টাকায় নবনির্মিত মসজিদের উদ্বোধন

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার এক জনপ্রিয় জুটি অনন্ত-বর্ষা। ব্যাপক জনপ্রিয় এই জুটি বিভিন্ন সামাজিক কার্যকলাপেও জড়িত থাকেন। এবার ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা দম্পতি দুই ছেলের নামে মসজিদ নির্মাণ করেছেন। আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) নবনির্মিত এই মসজিদের উদ্বোধন করেন তাঁরা।

জানা গেছে, দুই ছেলে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিলের নামে মসজিদের নাম রাখা হয়েছে আরিজ আবরার জামে মসজিদ। বর্ষার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুর এলাকায় এই মসজিদ নির্মাণ করা হয়েছে। অনন্ত-বর্ষা দম্পতি উপস্থিত ছিলেন মসজিদ উদ্বোধন আয়োজনে। অন্তর্জালে এক ভিডিও পোস্ট করে অনন্ত জলিল লিখেছেন, ‘পবিত্র জুম্মার দিনে আরিজ আবরার জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠান।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে